করোনাজাতীয়

রাজধানীতে আজ বসছে পশুর হাট

ঢাকার দুই সিটি করপোরেশনে, আজ শনিবার থেকে বসছে কোরবানির পশু হাট।

দেশজুড়ে করোনার সংক্রমণ ও মৃত্যু বৃদ্ধি পাওয়ায় এবারের ঈদুল আজহা ঘিরে রাজধানীতে পশুর হাট বসানোর ক্ষেত্রে দেওয়া হয়েছে ৪৬টি শর্ত।

ঢাকার দুই সিটি করপোরেশনে বসছে কোরবানির পশু বেচাকেনার ২১ হাট।

এবার গাবতলীর স্থায়ী পশুর হাটসহ ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নয়টি হাটের ইজারা দিয়েছে। সারুলিয়ার স্থায়ী পশুর হাটসহ ১১টি ইজারা দিয়েছে দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

করপোরেশন বলছে, স্বাস্থ্যবিধির বিষয়টি জোর দেওয়া হচ্ছে। তাই অন্য বছরগুলোর তুলনায় নতুন কয়েকটি শর্তও আরোপ করা হয়েছে হাট বসানোর ক্ষেত্রে।

শর্তগুলো হলো: গায়ে জ্বর থাকলে কাউকে হাটে ঢুকতে দেওয়া হবে না; বয়স্ক, শিশু ও অসুস্থ ব্যক্তিরাও হাটে ঢুকতে পারবে না; হাটে প্রবেশকারীকে গ্লাভস, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করে ঢুকতে হবে; হাত ধোয়ার জন্য হাটে রাখতে হবে পর্যাপ্তসংখ্যক সাবান; যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলে একটি নির্দিষ্ট স্থানে রাখতে হবে; হাটে ঢোকা ও বের হওয়ার জন্য আলাদা গেট থাকবে; হাটে বজায় রাখতে হবে সামাজিক দূরত্ব।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button