রাজনীতি

শেখ কামালের জন্মদিনে স্বেচ্ছাসেবক লীগের আলোকচিত্র প্রদর্শনী

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা, আবাহনী ও স্পন্দন শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা, বিশিষ্ট ক্রীড়া সংগঠক,সাংস্কৃতিক কর্মী, বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের ৭১ তম শুভ জন্মদিন উপলক্ষে জয়ীতা প্রকাশনীর সহযোগিতায়  এক আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। শেখ কামালের কর্মময় জীবন নিয়েই এই  আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন।

বুধবার ৫ আগষ্ট, বঙ্গবন্ধু জাদুঘরের সামনে  এই আলোকচিত্রের উদ্বোধন করেন মাননীয় সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বাবু।

শেখ কামালের কর্মময় জীবনের আলোকচিত্র প্রদর্শনীর

এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মাননীয় ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, বঙ্গবন্ধু জাদুঘরের কিউরেটর এন আই খান, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নির্মল রঞ্জন গুহ, সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু, কেন্দ্রীয় নেতা ম, আবদুর রাজ্জাক,খায়রুল হাসান জুয়েল, আরিফুল ইসলাম টিটু, আনোয়ারুল আজিম সাদেক, মোঃ ফায়সাল আহসান উল্যাহ প্রমুখ।

নেতৃবৃন্দ শেখ কামালের কর্মময় জীবনের প্রশংসা করে বলেন তিনি বহুমাত্রিক প্রতিভার অধিকারী ছিলেন। তাঁর জীবনী অনুসরণ করে আগামী প্রজন্ম বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে অনন্য ভূমিকা পালন করতে সক্ষম হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button