খেলা

ক্ষোভে লাথি দিয়ে স্টাম্প ভাঙলেন সাকিব

আবারও আলোচনায় সাকিব আল হাসান।

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ম্যাচ চলাকালীন সময় লাথি দিয়ে স্ট্যাম্প ভাঙেন সাকিব।

শুক্রবার (১১ জুন) আবাহনী লিমিটেডের বিপক্ষে মাঠে নেমেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড।

৪০ তম ম্যাচে টস জেতার পর চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীর সামনে ১৪৬ রানের লক্ষ্য দেয় মোহামেডান।

জবাবে ব্যাট করতে নেমে তৃতীয় ওভারে মাত্র ৯ রান তুলতেই তিন উইকেট হারিয়ে বিপাকে পড়তে হয় আবাহনীকে। নাজমুল হোসেন শান্তকে নিয়ে দলের হাল ধরার চেষ্টা করেন অধিনায়ক মুশফিকুর রহিম।

ম্যাচের পঞ্চম ওভারের বল করছিলেন মোহামেডান দলনেতা সাকিব। শেষ বলে মুশফিক ছিলেন স্ট্রাইকে। এলবিডব্লিউর আবেদন করছিলেন সাকিব। তবে দায়িত্বে থাকা আম্পায়ার ইমরান পারভেজ কোনও সাড়া দেননি। এতে ক্ষোভ প্রকাশ করে স্ট্যাম্পে লাথি দিতে দেখা যায় সাকিবকে। এতে উত্তেজনা ছড়াল ম্যাচে। ভিডিও ফুটেজে অবশ্য স্পষ্ট। আউট ছিলেন মুশফিক।

ঘটনা সেখানেই থামেনি। আরও বড় ঘটনাটি ঘটে ম্যাচের ষষ্ঠ ওভারে। পঞ্চম বলের পর বৃষ্টি নামলে আম্পায়াররা সিদ্ধান্ত নেন খেলা বন্ধ করার। তবে তাদের এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ হন সাকিব। এক পর্যায়ে আম্পায়ারের সঙ্গে তর্ক করতে করতে স্টাম্প তুলে আছাড় মারেন তিনি। ড্রেসিংরুমে ফেরার সময় তর্কে জড়ান আবাহনী কোচ খালেদ মাহমুদ সুজনের সঙ্গে। পরে অবশ্য ক্ষমাপ্রার্থনা করে সাকিব।

ষষ্ঠ ওভারের পঞ্চম বল পর্যন্ত আবাহনীর সংগ্রহ ছিল ৩ উইকেটে ৩১ রান। মিরপুরে বৃষ্টি আইনে আবাহনীকে ৩১ রানে হারায় মোহামেডান।

Related Articles

Leave a Reply

Back to top button