আন্তর্জাতিক

চীনে মার্কিন বিনিয়োগ নিষিদ্ধ করলেন বাইডেন

আরও অর্ধশতাধিক চীনা প্রতিষ্ঠানে মার্কিন বিনিয়োগে নিষেধাজ্ঞা দিলেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

টেলিকম জায়ান্ট হুয়াওয়ে’সহ চীনা সামরিক বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট এসব প্রযুক্তি ও প্রতিরক্ষাবিষয়ক প্রতিষ্ঠানকে নতুন করে বিনিয়োগ নিষিদ্ধ করলেন তিনি।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার (৩ জুন) নতুন করে চীনের ২৮টি প্রযুক্তি ও প্রতিরক্ষাবিষয়ক প্রতিষ্ঠানকে মার্কিন বিনিয়োগ নিষেধাজ্ঞার আওতায় এনেছেন বাইডেন।

এর মধ্য দিয়ে ট্রাম্পের আরোপিত ৩১টি চীনা প্রতিষ্ঠানের সঙ্গে বাইডেনের ঘোষিত ২৮টি অর্থাৎ মোট ৫৯টি প্রতিষ্ঠানে বিনিয়োগ নিষিদ্ধ করলো যুক্তরাষ্ট্র। আসছে ২ আগস্ট থেকে কার্যকর হবে এ নিষেধাজ্ঞা।

সবশেষ এ নিষেধাজ্ঞার ফলে তালিকায় স্থান পাওয়া চীনা প্রতিষ্ঠানগুলোতে কোনও ধরনের প্রযুক্তি কিংবা প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয়-বিক্রয় বা বিনিয়োগ করতে পারবে না মার্কিন নাগরিকরা। এছাড়া এখন থেকে এই নিষেধাজ্ঞার তালিকা প্রতিনিয়ত হালনাগাদ করা হবে।

এর আগে প্রেসিডেন্ট ট্রাম্পও তাঁর মেয়াদে কয়েক ডজন চীনা প্রতিষ্ঠানের বিরুদ্ধে মার্কিন বিনিয়োগ নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন। এবার বাইডেনের এই সিদ্ধান্তকে মূলত পূর্বসুরী ট্রাম্পের নিষেধাজ্ঞার সম্প্রসারিত রূপ হিসেবেই দেখা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button