জাতীয়

স্বস্তির বৃষ্টিতেও বেড়েছে ভোগান্তি

দম বন্ধ গরমে ‍এমন বৃষ্টি জনমনে স্বস্তি ফেরালেও ভোগান্তিতে পোহাতে হচ্ছে অনেককে। বিশেষত মঙ্গলবার সকালে রাজধানীর গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়কে তীব্র জলাবদ্ধতা দেখা গেছে। তাতে করে যানবাহন সংকট আর বাড়তি ভাড়া গুণতে হচ্ছে অফিসগামী মানুষদের। অনেকেই বাসার অলিগলি থেকে রিকশায় করে আধভেজা হয়ে অফিসের দিকে রওনা হয়েছেন। বেড়েছে যানজটও।
স্বস্তির বৃষ্টিতে ভোগান্তিও বেড়েছে
অন্যদিকে ভারি বর্ষণের ফলে বড় বড় সড়কগুলোতে হাঁটু পানি জমতে দেখা গেছে। এতে করে পথচারীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

স্বস্তির বৃষ্টিতে ভোগান্তিও বেড়েছে

রাজধানীর মিরপুর, কাকরাইল, মতিঝিল ধানমন্ডি সহ বেশ কিছু এলাকা ডুবে গেছে । চলছেনা যান বাহন।

স্বস্তির বৃষ্টিতে ভোগান্তিও বেড়েছে

মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছিল, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button