জাতীয়

ফেসবুকে ভাইরাল পরিকল্পনামন্ত্রীর মোবাইল ছিনতাই সংবাদ

ইদানিং হর-হামেসাই কারো হাত থেকে মোবাইল ছিনতাই হওয়ার খবর পাওয়া যায়। কিন্তু গাড়িতে বসে থাকা মন্ত্রীর হাত থেকে মোবাইল ছিনতাইয়ের ঘটনা বিরল। এমনকি দায়িত্বরত গানম্যানও পিছনে দৌঁড়ে ধরতে পারেনি ছিনতাইকারীকে।
এ খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। সাংবাদিকসহ অন্যান্য পেশার ব্যক্তিরা ফেসবুকে পোস্ট দিচ্ছেন। আর তাতে নানা রকম মজার ও সমালোচনার মন্তব্য আসছে।
বাংলাভিশনের প্রধান বার্তা সম্পাদক মোস্তফা ফিরোজ লিখেছেন- “বিজয় সরণি থেকে পরিকল্পনামন্ত্রীর মোবাইল ফোন ছিনতাই। “
এখন পর্যন্ত সেখানে প্রায় ১০০ কমেন্ট ও লাইক উঠেছে ৩০০ -এর বেশি।
এখন পর্যন্ত সেখানে প্রায় ১০০ কমেন্ট ও লাইক উঠেছে ৩০০ -এর বেশি।
এখন পর্যন্ত সেখানে প্রায় ১০০ কমেন্ট ও লাইক উঠেছে ৩০০ -এর বেশি।
আরটিভির সাংবাদিক আতিকা রহমান তার ফেসবুকে লিখেছেন, “বিজয় সরণি থেকে পরিকল্পনামন্ত্রীর মোবাইল ফোন ছিনতাই।
এখন পর্যন্ত সেখানে প্রায় ১০০ কমেন্ট ও লাইক উঠেছে ৩০০ -এর বেশি।
এই পোস্টেও ৩০০ -এর বেশি লাইক ও প্রায় ১০০ এর ওপরে কমেন্ট উঠেছে।
সাংবাদিক পলাশ মাহবুব ফেসবুকে লিখেছেন “বিমান ছিনতাইয়ের কলিজা নিয়ে ওই ছিনতাইকরী মামুলি মোবাইল ছিনতাই করেছে । ”
এখন পর্যন্ত সেখানে প্রায় ১০০ কমেন্ট ও লাইক উঠেছে ৩০০ -এর বেশি।
অর্থনৈতিক প্রতিবেদক গোলাম সামদানি লিখেছেন, “গাড়ির গ্লাস খুলে কথা বলার সময় পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের হাত থেকে ফোন ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারী। রোববার (৩০ মে) বিজয় স্মরণী সিগনালে মন্ত্রীর হাত থেকে ফোনটি ছিনিয়ে নেওয়া হয়। পরে মন্ত্রীর গানম্যান ধাওয়া করেও ছিনতাইকারিদের ধরতে ব্যর্থ হন। ওই দিন রাতেই রাজধানীর কাফরুল থানায় এ সংক্রান্ত একটি জিডিও করা হয়!”
এখন পর্যন্ত সেখানে প্রায় ১০০ কমেন্ট ও লাইক উঠেছে ৩০০ -এর বেশি।
 Physionews24.com এর এডিটর শামীম আহসান লিখেছেন, পরিকল্পনা মন্ত্রীর থেকে চোরের পরিকল্পনা ছিল অনেক মজবুত।
উল্লেখ, মঙ্গলবার পরিকল্পনা কমিশনে এনইসি সম্মেলন কক্ষে একনেক বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এম এ মান্নান বলেন, “রোববার সন্ধ্যায় বিজয় সরণী পার হচ্ছিলেন। যানজটের কারণে গাড়ি একটু থেমেছিল। এই বিরতিতে মোবাইল ফোনে খবর পড়ছিলাম। এই সময় এক ছিনতাইকারী ছোঁ মেরে হাত থেকে ফোনটি নিয়ে পালিয়ে যায়। ব্রাউজিংয়ে মনোযোগ থাকার কারণে মুহূর্তের মধ্যে কি ঘটেছে তা বুঝতেও কয়েক সেকেন্ড কেটে যায়। সম্বিৎ ফিরে পেয়ে গাড়িতে থাকা পুলিশের গানম্যানকে বলি, আমার মোবাইল নিয়ে গেল।” পরিকল্পনামন্ত্রী আরও বলেন, গাড়ি থামিয়ে গানম্যান ওই ছিনতাইকারীর পিছু নিলেও তাকে আর ধরতে পারেনি। এ বিষয়ে কাফরুল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button