জাতীয়
প্রচন্ড তাপদাহের পর স্বস্তির বৃষ্টি
বেশ কয়েকমাস ধরেই দেশে চলছে প্রচন্ড তাপদাহ। এই গরমে ক্লান্ত মানুষ। বৃষ্টির চাওয়া ছিলো অনেকের অন্তরেই। সবাইকে সেই শান্তির প্রয়াস দিতেই সোমবার রাত থেকে শুরু হয়েছে অঝোর ধারায় বৃষ্টি। বৃষ্টির কারণে গত কয়েকদিনের গরম থেকে কিছুটা হলেও স্বস্তি পেলেন নগরবাসী।
করোনা মহামারীর কারনে এমনিতেই দেশে চলছে লক ডাউন। অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। করোনা আক্রান্তের ভয়ে বাইরে বের হতে শংকায় ভূগে মানুষ। আর তাই হঠাৎ বৃষ্টিতে বাসার ছাদে জলকেলী খেলায় মেতে উঠে শিশুরা।
যদিও গেলো মাসে থেমে থেমে বৃষ্টি দেখা দিয়েছিলো, তবে তা খুব একটা স্থায়ী হয়নি। বরং গরমের মাত্র যেনো আরো বাড়িয়ে দিয়ে গিয়েছিলো। কিন্তু সোমবার সকাল থেকেই আবহাওয়া ছিলো ঠান্ডা। থেমে থেমে বৃষ্টিও চলছিলো। রাত থেকে চলে মুসল ধারে বৃষ্টি।
আবহাওয়া অফিস বলছে, মাঝারি এই বৃষ্টি থাকবে আরো তিনদিন।