জাতীয়

চিকিৎসক লিপিকে হত্যার পর আগুন ধরিয়ে দেওয়া হয় বিছানায়

ফায়ার সার্ভিসকে আগুন ধরার খবর দেয়া হয়। সেই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। পরে আসে কলাবাগান থানা পুলিশও। ঘটনাস্থলে পৌঁছানোর পর তারা দেখতে পারে, দাহ্য পদার্থ না থাকায় আগুন তেমন ছড়ায়নি। কিন্তু আগুনকে ছাপিয়ে ভেসে উঠে রক্ত।  একাধিক ক্ষতের দাগসহ পাওয়া যায় গ্রিন লাইফ হাসপাতালের চিকিৎসকসহ সাবিরা রহমান লিপির মরদেহ (৪৭)। পুলিশ জানায়, পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে  চিকিৎসক সাবিরা রহমান লিপিকে।

পুলিশের তদন্ত সংশ্লিষ্টরা জানান, হত্যার আলামত ও ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করার জন্য ঘরে আগুন দেওয়া হয়। তবে কে বা কারা এটি ঘটিয়েছে তা প্রাথমিকভাবে জানা যায়নি। যদিও ঘটনা সম্পর্কে জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে ডিবি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।তারা হলেন- নিহত চিকিৎসকের বাসার কাজের বুয়া, সাবলেট থাকা এক বাসিন্দা কানিজ সুবর্ণা, তার এক বন্ধু মাহাতির মোহাম্মদ স্পন্দন ও বাড়ির দারোয়ান রমজান।

নিহত ডাক্তার সাবিরার স্বামীসহ আত্মীয়দের দাবি, পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। হত্যায় যেই জড়িত থাকুক না কেন তারা পুলিশের তদন্তে আস্থা রাখতে চান। পুলিশের বের করুক খুনি কারা, খুুনিদের বিচার চান তারা।

সোমবার (৩১ মে) রাজধানীর কলাবাগানের ৫০/১ ফার্স্ট লেনের ভাড়া বাসা থেকে লিপির মরদেহ উদ্ধার করা হয়। তিনি গ্রিন লাইফ হাসপাতালের কনসালটেন্ট (সনোলজিস্ট) ছিলেন। হত্যার খবর পেয়ে ঘটনাস্থলে যান পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ইউনিট। তারা মরদেহ থেকে আলামত সংগ্রহ করেন।

ক্রাইম সিন জানায়, সাবিরাকে হত্যার পর বিছানায় আগুন ধরিয়ে দেওয়া হয়। দাহ্য পদার্থ না থাকায় আগুন তেমন ছড়ায়নি। তবে, সাবিরার শরীরের কিছু অংশ এতে দগ্ধ হয়।

কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিতোষ চন্দ্র গণমাধ্যমকে জানান, প্রাথমিকভাবে পুলিশের ধারণা একটি হত্যাকাণ্ড। তা নিশ্চিত হওয়ার জন্য বিকেল সাড়ে ৪টার দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য ৪ জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। রাতেই একটি হত্যা মামলা দায়ের করা হবে।

Related Articles

Leave a Reply

Back to top button