জাতীয়

৫ হাজার টাকা মাসোহারা চান ভাসানচরের রোহিঙ্গারা

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচরে বিভিন্ন সুযোগ-সুবিধার দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন রোহিঙ্গারা। তাদের দাবির মধ্যে মানসম্মত রেশন ও পাঁচ হাজার টাকা করে মাসোহারাও রয়েছে।

সোমবার (৩১ মে) সকাল ১১টার দিকে জাতিসংঘ শরণার্থী বিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) দুই সহকারী হাইকমিশনারসহ ১৪ সদস্যের প্রতিনিধি দলের সামনে তারা এ বিক্ষোভ করেন।

ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহে আলম জানান, বিভিন্ন সুযোগ সুবিধার দাবি জানিয়ে রোহিঙ্গারা এ বিক্ষোভ করেন।

স্থানীয়রা জানান, সোমবার সকালে জাতিসংঘ শরণার্থী বিষয়ক সংস্থার ইউএনএইচসিআরের সহকারী হাইকমিশনার রউফ মাজাও এবং গিলিয়ান ট্রিগসসহ ১৪ সদস্যের একটি প্রতিনিধি দল ভাসানচরে রোহিঙ্গাদের সুযোগ-সুবিধা পর্যবেক্ষণ করতে পরিদর্শনে আসেন। ইউএনএইচসিআর’র কোনো প্রতিনিধি দল এবারই প্রথম ভাসানচর এলেন। তারা ভাসানচরে রোহিঙ্গাদের সুযোগ-সুবিধা পর্যবেক্ষণে এলে রোহিঙ্গারা বিক্ষোভ করেন। ভাসানচরের রোহিঙ্গারা প্রতিমাসে পাঁচ হাজার টাকার দাবি করছেন। এছাড়া মানসম্মত রেশন, কর্মসংস্থান এবং পর্যাপ্ত চিকিৎসা সেবার দাবিতে এ বিক্ষোভ করেন তারা।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button