আন্তর্জাতিক

নাইজেরিয়ায় শতাধিক স্কুল শিক্ষার্থীকে অপহরণ

পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ার নাইজার প্রদেশের একটি স্কুল থেকে বহু শিক্ষার্থীকে অপহরণ করেছে বন্দুকধারীরা। কর্তৃপক্ষ বলছে, স্থানীয় সময় রবিবার প্রদেশের তেজিনা শহরের একটি ইসলামিক স্কুল থেকে অজ্ঞাত সংখ্যক শিক্ষার্থীকে অপহরণ করা হয়। [খবর বিবিসি ] ।

প্রত্যক্ষদর্শীরা বলছে, বন্দুকধারীরা মোটরসাইকেলে করে শহরে ঢুকে এলোপাতাড়ি গুলি চালায়। এ সময় সাধারণ মানুষ ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এরপর বন্দুকধারীরা ওই স্কুলে গিয়ে শিশুদের ধরে নিয়ে যায়। ওই স্কুলটিতে ছয় থেকে ১৮ বছর বয়সী ছাত্র-ছাত্রীরা পড়াশোনা করে।

স্কুলটির এক শিক্ষক বলছেন, ১৫০ জন শিক্ষার্থী নিখোঁজ রয়েছে। এ ছাড়া বিভিন্ন মাধ্যমে বলা হচ্ছে, নিখোঁজ শিক্ষার্থীর সংখ্যা অন্তত ২০০।

কর্তৃপক্ষ বলছে, বন্দুকধারীদের হামলার সময় দুজন গুলিবিদ্ধ হয়েছেন। এর মধ্যে একজন মারা গেছেন। এ ছাড়া একটি গাড়িতে থাকা কিছু সংখ্যক মানুষকেও অপহরণ করা হয়েছে বলে জানা গেছে।

বিবিসির নাইজেরিয়ার সংবাদদাতা মায়েনি জোন্স বলছেন, সাম্প্রতিক সময়ে নাইজেরিয়ার সর্বত্র মুক্তিপণের দাবিতে অপহরণের ঘটনা হরহামেশাই ঘটছে।

বিবিসির সংবাদদাতা বলছেন, এসব ঘটনায় ৮০০ জনের বেশি শিক্ষার্থী ও প্রতিষ্ঠানের কর্মচারী অপহৃত হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button