করোনাজাতীয়

আজ বাংলাদেশে আসছে ফাইজারের টিকা

আজ রাতে দেশে পৌঁছবে ফাইজারের ১ লাখ ৬২০ ডোজ করোনাভাইরাসের টিকা । কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে আসার কথা রয়েছে এসব টিকা। যদিও রোববার রাতেই কথা ছিলো।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এ বি এম খুরশীদ আলম নিউজ নাউ বাংলাকে জানান, ফ্লাইট সিডিউল না পাওয়ায় রোববার  আসতে পারেনি ফাইজার টিকা । তবে আজ, সোমবার রাত ১১টা ২০ মিনিটে টিকার চালান দেশে আসবে।আন্তর্জাতিক প্ল্যাটফরম কোভ্যাক্স থেকে ১৩৪তম দেশ হিসাবে এই টিকা পাচ্ছে বাংলাদেশ।”

এই টিকা মূলত ঢাকা শহরের মানুষকে দেওয়া হবে। ইতিমধ্যে নিবন্ধন করেছেন এমন ব্যক্তিরা এই টিকা পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন।

ফাইজারের টিকা কবে নাগাদ দেওয়া শুরু হবে, তা এখনো ঠিক করেনি স্বাস্থ্য অধিদপ্তর। বর্তমানে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার দ্বিতীয় ডোজ দেওয়া চলছে। পাশাপাশি চারটি হাসপাতালে চীনা প্রতিষ্ঠান সিনোফার্মের টিকাও দেওয়া চলছে।

উল্লেখ, গত বছরের ২ ডিসেম্বর বিশ্বের প্রথম দেশ হিসাবে যুক্তরাজ্য ফাইজারের টিকা জরুরি ব্যবহারের অনুমতি দেয়।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button