জাতীয়ফিচার

ফাঁসি কার্যকরের আগের সময়টুকু কিভাবে কেটেছে আবদুল মাজেদের

শনিবার (১১ এপ্রিল) রাত ১২টা ১ মিনিটে কার্যকর হয়েছে আবদুল মজিদের মৃত্যুদণ্ডাদেশ। তার আগ মূহূর্তে
কি করেছেন এই খুনি। কারা সূত্রে বিভিন্নভাবে পাওয়া গেছে সেই মূহূর্তের কিছু তথ্য।

কারা সূত্র জানিয়েছে, রাত ১০ টার দিকে মাছ আর সবজি দিয়ে ভাত খেতে দেওয়া হয় আবদুল মাজেদকে। তিনি কিছুই খেতে পারেন নি। সামান্য কিছু খেয়ে পুরোটাই রেখে দেন ।

এরপর রাত সাড়ে ১১টার দিকে কারা মসজিদের ইমাম মাজেদকে দুই রাকাত নামাজ পড়তে বলেন এবং তওবা পড়ান। নামাজ শেষে তওবা পড়ার সময় চিৎকার করে কাঁদতে থাকেন তিনি।

কারা কর্মকর্তারা জানান, শেষ ইচ্ছার বিষয়ে জানতে চাওয়া হয়েছিল মাজেদের কাছে। তিনি বলেছেন, ‘বঙ্গবন্ধুর মতো একজন ব্যক্তিকে মারার দুঃসাহস কারও ছিল না। কিন্তু সেই কাজটা আমিসহ আমরা করেছিলাম। আবারও প্রমাণিত হলো পাপ বাপকেও ছাড়ে না। এতদিন বিদেশে থাকতে পারলাম, আর এখন কেন দেশে এলাম, বুঝতে পারছি না। মরণ আমাকে টেনে এনেছে দেশে। ফাঁসি আমার কপালে ছিল।’ বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন তিনি।

রাত ১১টা ৫০ মিনিটে কারা সেল থেকে মাজেদকে ফাঁসির মঞ্চে নিয়ে যান সহকারী জল্লাদের দল।

কারা সূত্রে জানা যায়, ফাঁসির মঞ্চে কোনো কথা বলেননি বঙ্গবন্ধুর খুনি মাজেদ। একবারেই নিশ্চুপ ছিলেন।

আর একটি সূত্র জানায়, পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করার সময় মাজেদ বলেছিলেন, ‘আমি আমার কৃতকর্মের ফল হাতে নিয়ে মৃত্যুবরণ করছি। তোমরা যতদিন বেঁচে থাকবে, ততদিন অন্তত ভালো কিছু কোরো। আমি জানি, আমার কারণে তোমাদের বেঁচে থাকাটাও অনেক কষ্টের হবে। অনেকে গালমন্দ করবে। তবুও তোমরা কাউকে কিছু বলবে না।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button