আন্তর্জাতিককরোনা

বাংলাদেশসহ ১১৬ দেশে যুক্তরাষ্ট্রের ভ্রমণ সতর্কতা

বাংলাদেশসহ অন্তত ১৫০টি দেশে আমেরিকানদের ভ্রমণে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। এরমধ্যে চলতি সপ্তাহেই ১১৬টি দেশের নাম যোগ হয়েছে। খবর: রয়টার্স।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গেল মঙ্গলবারের আগ পর্যন্ত যুক্তরাষ্ট্রের ‘ডু নট ট্রাভেল’ বা ‘ভ্রমণ থেকে বিরত থাকুন’ তালিকায় ৩৪টি দেশের নাম ছিল। কিন্তু এখন সেখানে ১৫০টি দেশ অন্তর্ভুক্ত হয়েছে।

মার্কিন প্রশাসন মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে ১১৬টি দেশের ওপর চতুর্থ মাত্রার ভ্রমণ সতর্কতা জারি করেছে। তবে তালিকা সম্প্রসারণের এ কাজ কখন শেষ হবে তা জানানো হয়নি।

গেল সোমবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগ জানিয়েছিল, তারা বিশ্বের ৮০ ভাগ দেশকে সর্বোচ্চ ভ্রমণ সতর্ককতার আওতায় আনতে পারে।

মার্কিন প্রশাসনের দাবি, বিভিন্ন দেশে বর্তমান স্বাস্থ্য পরিস্থিতি পুনর্মূল্যায়নের ভিত্তিতে এ পদক্ষেপ নেয়া হয়নি। বরং এটি মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভ্রমণ সতর্কতা পরিমার্জনের প্রতিফলন, যা যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) বিদ্যমান মহামারি সংক্রান্ত নির্দেশনার ওপর আরও বেশি নির্ভর করবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button