জাতীয়

রোহিঙ্গা শিবিরে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১১, নিখোঁজ ৪০০

রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুনে মৃতের সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে। এতে আহত হয়েছেন প্রায় ১৫৫ জন।

মঙ্গলবার (২৩ মার্চ) বিকেল ৫টার দিকে ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের কার্যালয়ের সভাকক্ষে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মহসিন।

তিনি বলেন, ঘটনায় শুধু বাড়িঘর নয় পুড়েছে আইওম ও তুর্কি সরকারের দুইটি বড় হসপিটাল। ক্ষতিগ্রস্তদের সার্বিক সহযোগিতা করা হবে।

আন্তর্জাতিক অভিভাসন সংস্থা জানিয়েছে, রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনায় ৪০০ জনের অধিক নিখোঁজ রয়েছে। এছাড়া সাড়ে ৫০০ নারী-পুরুষ ও শিশু আহত হয়েছে।

নিহত ১১ জনের মধ্যে উখিয়ার বালুখালীর ৮-ই ক্যাম্পের ১,৮ ডব্লিউ’র ও ক্যাম্প-৯ এর পাঁচজন। এদের মধ্যে নয়জনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ।

তারা হলেন, সলিম উল্লাহ (৫৫), রফিক আলম (২৫), আবদুল্লাহ (৮), আসমাউল (৭), মিজানুর রহমান (৪), বশির আহমদ (৬৫), খতিজা বেগম (৭০). মো. একরাম (৩), এমদাদ উল্লাহ (২৪), তসলিমা (৪), মোশারসা (৩)।

এ ঘটনায় দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় থেকে কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারকে প্রধান করে ৭ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button