আন্তর্জাতিক

মেক্সিকোতে ১৩ পুলিশ সদস্যকে হত্যা

মেক্সিকোতে বন্দুকধারীরা ১৩ পুলিশ সদস্যকে গুলি করে হত্যা করেছে।

বৃহস্পতিবার দেশটি দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ তলুকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় কর্তৃপক্ষ বলছে, দেশের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপর এত বড় হামলার নজির মেক্সিকোর ইতিহাসে নেই।

বৃহস্পতিবার দিনের বেলা তুলকার কোয়াটেপেক হারিনাস শহরের লানো গ্রান্ডে এলাকায় পুলিশ সদস্যরা যখন টহল দিচ্ছিলেন, তখনই তাদের লক্ষ্য করে অজ্ঞাত স্থান থেকে গুলি ছোড়া হয়।

নিহতদের মধ্যে আট জন প্রাদেশিক বাহিনীর সদস্য অপর ৫ জন প্রদেশের সরকারি আইনজীবীর নিরাপত্তা রক্ষায় কেন্দ্রীয় পুলিশ বাহিনী থেকে এসেছিলেন। যে এলাকায় এই হত্যাকাণ্ড হয়েছে, সেই লানো গ্রান্ডের অবস্থান দেশটির রাজধানী মেক্সিকো সিটির কাছেই।

এদিকে, এই হামলার ঘটনায় তীব্র ক্ষোভ জানিয়েছে মেক্সিকোর ক্ষমতাসীন সরকার। হামলাকারীদের যদিও এখনও শনাক্ত করা সম্ভব হয়নি; কিন্তু সরকারের অভিযোগ, মাদক পাচারের সঙ্গে যুক্ত গ্যাংগুলোই এজন্য দায়ী। খবর: রয়টার্স

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button