করোনাজাতীয়লিড স্টোরি

১০ আগস্ট পর্যন্ত বাড়ানো হলো লাকডাউন

অতিমারি করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে চলমান কঠোর বিধিনিষেধের মেয়াদ আরেক দফা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

বৃহস্পতিবার (৫ আগস্ট) লকডাউনের মেয়াদ বাড়িয়ে এ প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় চলমান বিধিনিষেধ ৫ আগস্ট থেকে বাড়িয়ে ১০ আগস্ট পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এ সময়ের মধ্যে পূর্বের সকল বিধিনিষেধ বলবৎ থাকবে।

গত মঙ্গলবার (৩ আগস্ট) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে করোনা ভাইরাস পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয়ের সভা শেষে লকডাউন ১০ আগস্ট পর্যন্ত বাড়ানো হবে বলে জানিয়েছিলেন মন্ত্রিসভার জ্যেষ্ঠ সদস্য মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

করোনার সংক্রমণ কমাতে সরকারি-বেসরকারি অফিস বন্ধ রেখে গত ১ থেকে ১৪ জুলাই সারা দেশে কঠোর লকডাউন কার্যকর করে সরকার। এরপর কোরবানির ঈদ ঘিরে ১৫-২২ জুলাই ৮ দিনের জন্য বিধিনিষেধ শিথিল করা হয়। ২৩ জুলাই থেকে ফের ১৪ দিনের কঠোর বিধিনিষেধ শুরু হয়। যার মেয়াদ শেষ হবে ৫ আগস্ট। এরইমধ্যে আরও ৫ দিন লকডাউন বাড়িয়ে ১০ আগস্ট পর্যন্ত করা হলো। শেষ ধাপের বিধিনিষেধের মধ্যে সব ধরনের শিল্প কলকারখানা বন্ধ রাখা হলেও গত রবিবার থেকে রফতানিমুখী শিল্প কারখানাগুলো খুলে দেয়া হয়। হঠাৎ এসব কারখানা খোলার ঘোষণায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে ঢাকামুখী শ্রমিকদের ঢল নামে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button