আন্তর্জাতিক

কলকাতার রেল ভবনে ভয়াবহ আগুনে মৃত্যু ৭

পশ্চিমবঙ্গের কলকাতার স্ট্র্যান্ড রোডে রেলের নিউ কয়লাঘাট ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত সাত জনের মৃত্যু হয়েছে। তাদের মাঝে ফায়ার সার্ভিস কর্মী ও পুলিশকর্মীও আছেন বলে জানা গেছে।

নিহত সাত জনের মধ্যে চার জন ফায়ার সার্ভিস কর্মী, একজন আরপিএফ কর্মী, একজন এএসআই এবং নিহত আরেকজনের অজ্ঞাত রয়েছেন বলে খবরে জানিয়েছে কলকাতার দৈনিক আনন্দবাজার পত্রিকা।

আগুন নেভাতে ১৪টি দমকলের গাড়ি কাজ করে। প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় আগুন লাগার পর নিহত সাত জনের মধ্যে পাঁচটি মৃতদেহ একটি লিফ্টের ভেতর পাওয়া যায় বলে জানায় এনডিটিভি।

এদিকে আগুনে সাতজন নিহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি প্রত্যেকের পরিবারকে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দেয়ার আশ্বাস দিয়েছেন।

দমকল মন্ত্রী সুজিত বসু জানান, সোমবার (৮ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে কলকাতা ইডেন গার্ডেন স্টেডিয়াম সংলগ্ন স্ট্র্যান্ড রোডের রেল ভবনের ১৩ তলায় আগুন লাগে। ভবনটি ভারতীয় রেলওয়ের পূর্বাঞ্চলীয় দফতর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button