জাতীয়

নারী দিবস উপলক্ষে রিপোর্টার্স এগেইনস্ট করাপশন-র‌্যাক আনন্দঘন আয়োজন

আন্তর্জাতিক নারী দিবসে উপলক্ষে, দুর্নীতি দমন কমিশন-দুদক বিটের কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স এগেইনস্ট করাপশন-র্যাক এর নারী সদস্যদের সবাইকে দেয়া হয় শুভেচ্ছা উপহার।

 

৮ মার্চ সোমবার সকালে, রাজধানীর সেগুনবাগিচায়, দুদক কার্যালয়ে, আনন্দঘন পরিবেশে র্যাকের নারী সদস্যদেড় হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন সংগঠনের সভাপতি মহিউদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক আহম্মদ ফয়েজ।

এ সময় রিপোর্টার্স এগেইনস্ট করাপশন-র্যাক সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন, সব বাধা বিপত্তি পেরিয়ে আজ সাংবাদিকতায় নারী সাংবাদিকরা অনেকটাই এগিয়েছে। দুর্নীতি দমন কমিশন-দুদক বিটের কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স এগেইনস্ট করাপশন-র্যাক এর পক্ষ থেকে আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা জানান তিনি।

র্যাক এর নারী বিষয়ক সম্পাদক নাজনীন অাক্তার লাকি বলেন, সাংবাদিকতায় নারী সাংবাদিকদের চ্যালেঞ্জ অনেকটাই বেশি। এজন্য দৃঢ় আত্মবিস্বাসের পাশাপাশি প্রয়োজন সব বাধা পেরিয়ে সামনে এগিয়ে যাবে প্রবল ইচ্ছাশক্তি। আর প্রয়োজন পুরুষ সহকর্মীদের সহযোগিতাপূর্ণ মনোভাব।

 

এ সময় রিপোর্টার্স এগেইনস্ট করাপশন-র্যাক এর অন্যান্য সদস্যরায় উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button