আন্তর্জাতিক

সু চি সরকারের ২৪ জন মন্ত্রী-প্রতিমন্ত্রীকে অপসারণ

মিয়ানমারের সেনাবাহিনী ‘নির্বাচনে জালিয়াতির’ অভিযোগে সেনা অভ্যুত্থানে ক্ষমতা দখলের পর সু চি সরকারের ২৪ জন মন্ত্রী-প্রতিমন্ত্রীকে অপসারণ করেছে। একইসঙ্গে সেনা সরকার নতুন করে ১১ জনকে মন্ত্রী নিয়োগ দিয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, মিয়ানমারের সেনাবাহিনী নিয়ন্ত্রিত মিয়াবতী টেলিভিশনে সোমবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এক ঘোষণায় নতুন করে অর্থ, স্বাস্থ্য, তথ্য, পররাষ্ট্র, প্রতিরক্ষা, সীমান্ত ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রী নিয়োগ দেওয়া হয়েছে। বরখাস্ত হওয়ার আগে সু চি’র স্বাস্থ্যমন্ত্রী অবশ্য পদত্যাগ করেছিলেন।

এদিকে, ‘ভোট জালিয়াতির’ অভিযোগে সামরিক অভ্যুত্থানে ক্ষমতা দখল করা মিয়ানমারের সেনাবাহিনী জানিয়েছে ‘অবাধ ও সুষ্ঠু নির্বাচনে’ ক্ষমতা হস্তান্তর করা হবে। অবশ্য কবে নাগাদ নির্বাচন হবে সে বিষয়ে কিছু জানায়নি। নতুন সামরিক সরকারের এক বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন মিয়ানমারের সেনাপ্রধান মিন অং লাইং।

দেশটির সেনাবাহিনী বৈঠকের বিষয়ে জানায়, দেশটিতে সুষ্ঠু ও সত্যিকারের শৃঙ্খলাপূর্ণ বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা অনুশীলনের প্রতিশ্রুতি দিয়েছেন কমান্ডার-ইন-চিফ সিনিয়র জেনারেল মিন অং লাইং।

সেনানিয়ন্ত্রিত এমডব্লিউডি টেলিভিশনে প্রচারিত এক ভিডিও বার্তায় বলা হয়, গত বছরের ৮ নভেম্বর মিয়ানমারে অনেক দলের অংশগ্রহণে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে ব্যবহৃত ভোটার তালিকায় ব্যাপক অসামঞ্জস্য ছিল। কেন্দ্রীয় নির্বাচন কমিশন (ইউইসি) বিষয়টির মীমাংসা করতে ব্যর্থ হয়েছে।

বার্তায় আরও বলা হয়, রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা অবশ্যই জনগণের কাছ থেকে আসা উচিত। কিন্তু গত সাধারণ নির্বাচনের ভোটার তালিকায় ভয়াবহ প্রতারণার আশ্রয় নেওয়া হয়েছে, যা একটি স্থিতিশীল গণতন্ত্র নিশ্চিতে বাধা হয়ে দাঁড়ায়।

ভিডিও বার্তায় বলা হয়েছে, ভোটার তালিকার জালিয়াতির বিষয়টি নিষ্পত্তি করতে অস্বীকৃতি এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে কর্তৃপক্ষ। পার্লামেন্টের নিম্নকক্ষ ও উচ্চকক্ষের অধিবেশন স্থগিত করার অনুরোধও অগ্রাহ্য করা হয়। ২০১৮ সালের সংবিধানের ৪১৭ অনুচ্ছেদের সঙ্গে এসব পদক্ষেপের সাযুজ্য নেই। এ কারণে জাতীয় সংহতি বিনষ্ট হতে পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button