আন্তর্জাতিক

এশিয়ার ‘মোস্ট ওয়ান্টেড মাদক সম্রাট’ আমস্টারডামে গ্রেফতার

অস্ট্রেলিয়ায় জারি করা গ্রেফতারি পরোয়ানায় এশিয়ার কুখ্যাত ‘মাদক সম্রাট’ বা ড্রাগ লর্ড সে চি লোপেকে নেদারল্যান্ডের রাজধানী আমস্টারডাম থেকে গ্রেফতার করেছে পুলিশ।

স্থানীয় সময় শুক্রবার (২২ জানুয়ারি) চীনা বংশোদ্ভূত কানাডিয়ান নাগরিক মোস্ট ওয়ান্টেড এই মাদক সম্রাটকে আমস্টারডামের শিপোল বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়।

বিশ্বের অন্যতম চাঞ্চল্যকর পলাতক তালিকাভুক্ত এ আসামিকে বিচারের মুখোমুখি করতে অস্ট্রেলিয়া এখন প্রত্যর্পণের সর্বোচ্চ চেষ্টা চালাবে। সে চি লোপের অবৈধ কোম্পানি অস্ট্রেলিয়ার ৭০ শতাংশ অবৈধ মাদক প্রবেশের জন্য দায়ী, এমনটিই মনে করেন অক্ট্রেলিয়ার ফেডারেল পুলিশের (এএফপি)।

লোপেকে মেক্সিকোর আলোচিত মাদক সম্রাট এল চ্যাপোরে সঙ্গে তুলনা করা হয়। এমনকি ৫৬ বছর বয়সী এই ব্যক্তিকে এশিয়ার সবচেয়ে প্রভাবশালী ড্রাগ লর্ড বলা হয়।

অক্ট্রেলিয়ার ফেডারেল পুলিশ (এএফপি) সে চি লোপেকে অনেকদিন ধরেই অনুসরণ করে আসছিল। গত এক দশকেরও বেশি সময় তাকে নজরদারিতে রাখছিল এএফপি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button