জাতীয়

বেতারে স্থানীয় সংস্কৃতি তুলে ধরতে হবে: তথ্যমন্ত্রী

আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, স্থানীয় সংস্কৃতি, কৃষ্টি, কৃষি ও ঐতিহ্যকে তুলে ধরতে বেতারকে ভূমিকা রাখতে হবে।

শুক্রবার (১৫ জানুয়ারী) দুপুরে বাংলাদেশ বেতার কক্সবাজার আঞ্চলিক কেন্দ্র পরিদর্শনকালে এ কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, কক্সবাজার বেতার আধুনিকায়ন করার উদ্যোগ নেওয়া হবে। করোনাকাল পার হলেই শিল্পী সম্মানি বাড়ানোর বিষয়ে উদ্যোগ নেওয়া হবে। এছাড়াও বেতারের অনিয়মিত শিল্পীদের কিছু সমস্যার কথা জেনেছি এসব বিষয়গুলোও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।

ড. হাছান মাহমুদ কক্সবাজার আঞ্চলিক কেন্দ্রে পৌঁছালে বেতারের কর্মকর্তা, কলাকুশলি ও শিল্পীরা মন্ত্রীকে বরণ করেন। এ সময় তিনি এক মতবিনিময় সভা শেষে বেতার ভবন ঘুরে দেখেন এবং গাছের চারা রোপণ করেন।

কক্সবাজার বেতারের আঞ্চলিক পরিচালক মো. আমানুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য আলহাজ সাইমুম সরওয়ার কমল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button