আন্তর্জাতিক

বাইডেনকে প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি যুক্তরাষ্ট্র কংগ্রেসের

পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে ডেমোক্র্যাট প্রার্থী নবনির্বাচিত জো বাইডেনকে অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র কংগ্রেস।

যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবনে (ক্যাপিটল বিল্ডিং) ট্রাম্পপন্থিদের নজিরবিহীন হামলা, ভাঙচুর ও সহিংসতার মধ্যেই এ ঘোষণা দিয়েছে কংগ্রেস।

বিদায়ী মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স এক ঘোষণায় বলেন, আগামী ২০ জানুয়ারি নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্টি কমলা হ্যারিস শপথ গ্রহণ করবেন। একইসঙ্গে দায়িত্বগ্রহণ করবেন।

নিয়ম অনুযায়ী ওই কংগ্রেসের এই যৌথ অধিবেশনে সিনেটে সভাপতিত্ব করেন পেন্স।

নভেম্বরের নির্বাচনে ডেমোক্রেটদের বিজয় ও নিজেদের পরাজয় মেনে না নেয়ার ঘোষণা দিয়ে বৃহস্পতিবার ক্যাপিটল বিল্ডিংয়ে পুলিশের সঙ্গে ট্রাম্প সমর্থকদের ব্যাপক সহিংসতায় নারীসহ ৪ জন নিহত হন। এ ঘটনায় অন্তত অর্ধশতাধিক বিক্ষোভকারীকে আটক করা হয়েছে।

এর আগে স্থানীয় সময় গতকাল সন্ধ্যায় মাইক পেন্স স্থগিত অধিবেশন শুরু করে দিনটিকে তিনি ‘যুক্তরাষ্ট্রের ক্যাপিটলের ইতিহাসে কালো অধ্যায়’ বলে মন্তব্য করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button