জাতীয়

প্রতারণা ও পর্ণগ্রাফির দায়ে একজনকে গ্রেফতার করেছে সাইবার অপরাধ তদন্ত বিভাগ

ইন্টারনেটে প্রতারণা ও পর্ণগ্রাফির দায়ে রমেন হাওলাদার (৪২) নামক একজন অভিযুক্তকে গ্রেফতার করেছে ডিএমপি এর সিটি – সাইবার অপরাধ তদন্ত বিভাগ।

১৩ নভেম্বর শুক্রবার রাতে রাজধানীর কদমতলি থানা এলাকা হতে  তাকে গ্রেফতার করা হয়।

এ সময় তার ব্যবহৃত মোবাইল ডিভাইস ও ফেসবুক আইডি সহ অন্যান্য ডিজিটাল যোগাযোগ মাধ্যমসমূহ জব্দ করা হয়। অভিযুক্ত রমেন সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বামী-স্ত্রীর মধ্যে অমিল, মনের মানুষকে কাছে পাওয়া, পরীক্ষায় ভালো রেজাল্ট, জমিজমার ঝামেলাসহ বিভিন্ন বিষয়ে জ্বীনের দ্বারা সফল করার শতভাগ নিশ্চয়তা দিয়ে কাজ করে দেয়ার বিজ্ঞাপন দিয়ে সাধারণ মানুষকে বিশেষ করে মহিলাদের কে আকৃষ্ট করে কথাবার্তা বলে কৌশলে ব্যক্তিগত ছবি বা ভিডিও সংগ্রহ করতো।

পরবর্তীতে এভাবে নেয়া বিভিন্ন মেয়েদের ছবি ও ভিডিও দিয়ে জ্বীনের ভয়-ভীতি দেখিয়ে ও ছবি ভাইরাল করার হুমকি দিয়ে পরস্পর যোগসাজশে বিকাশ, রকেট ইত্যাদির মাধ্যমে মোটা অংকের টাকা আত্মসাৎ করতো। কয়েকজন ভুক্তভোগী সাইবার অপরাধ তদন্ত বিভাগে অভিযোগ করলে প্রাযুক্তিক বিশ্লেষণের মাধ্যমে অভিযুক্তকে সনাক্ত ও গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে সবুজবাগ থানায় ডিজিটাল নিরাপত্তা আইন ও পর্ণগ্রাফি নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু হয়েছে।

আজ ১৪ নভেম্বর ২০২০ তাকে সাত দিনের রিমান্ড মঞ্জুরের আবেদনসহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button