জাতীয়

আগামী বছরও দেশের অর্থনীতি ভালো যাবে: অর্থমন্ত্রী

আমাদের অর্থনীতির প্রতিটা সূচকেই আমরা ভালো অবস্থানে আছি ও সবক্ষেত্রেই আমাদের অগ্রগতি আছে। আগামী বছরও আমাদের অর্থনীতি ভালো যাবে বলে আশা প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ‘

বুধবার (৩০ ডিসেম্বর) সিঙ্গাপুরে অবস্থানরত অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চুয়াল বৈঠক শেষে তিনি একথা বলেন।

সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে মন্ত্রী বলেন, ‘আমরা সবসময় ভালোর প্রত্যাশা করি। আপনারা সবাই ভালো করে জানেন যে, ২০২০ সালের জন্য বিশ্বব্যাংক ও আইএমএফ প্রক্ষেপণ করেছে। বিশ্বের অর্থনীতি গত বছরের তুলনায় ৪ শতাংশ কম হবে। আর এশিয়ার দেশগুলোর জন্য তারা বলেছেন, এক দশমিক ৭ শতাংশ কম হবে। এতে উন্নত দেশগুলোতে ভোগান্তি বেশি হবে।’

তিনি বলেন, ‘আমি মনে করি যে, আমাদের এখনও করোনা ভাইরাস শেষ হয়নি। করোনা ভাইরাস শুরু হওয়ার পর থেকে আমরা যেভাবে মোকাবিলা করেছি, তাতে করে আমরা মোটামুটি বা তুলনামূলকভাবে একটা অবস্থানে আছি। একইভাবে আমরা মনে করবো আমাদের অর্থনীতিও আগামী বছরও ভালো যাবে ইনশাআল্লাহ।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button