জাতীয়

খান’স কিচেনে ভ্যাট গোয়েন্দার অভিযান; ভ্যাট ফাঁকির প্রমাণ

ভ্যাট ফাঁকির অভিযোগে ভ্যাট গোয়েন্দার একটি দল রাজধানীর খাবার সরবরাহকারী (ক্যাটারিং সার্ভিস)-র প্রাঙ্গনে অভিযান করেছে। এতে গোয়েন্দারা বিপুল ভ্যাট ফাঁকির প্রমাণ পান। ভ্যাট গোয়েন্দার অভিযানে ঐ প্রতিষ্ঠান থেকে মাত্র ২ মাসেই ১. ৪২ কোটি টাকার বিক্রয় হিসাব গোপনের তথ্য উদ্ধার করা হয়েছে।

ভ্যাট গোয়েন্দার কাছে সামাজিক যোগাযোগে (ফেসবুকে) একজন গ্রাহকের সচিত্র অভিযোগের পরিপ্রেক্ষিতে এই অভিযানটি করা হয়।অভিযোগটি বিভিন্ন সূত্রে যাচাই করে সত্যতা পাওয়ায় অভিযানটি করা হয়। প্রতিষ্ঠানটির নাম খান’স কিচেন লিঃ, খান’স হাউস, বড় বেরাইদ, ঢাকা-১২১২ এ অবস্থিত।এর মূসক নিবন্ধন নম্বর: ০০১৭২০৫৬৪-০১০১।

খান’স কিচেন বড় বড় শিল্প কারখানা এবং নানা অনুষ্ঠানে খাবার সরবরাহ করে থাকে।আধুনিক ও স্বাস্থ্যসম্মত পদ্ধতি ব্যবহার করে ইতিমধ্যেই প্রতিষ্ঠানটির প্রসার ঘটেছে। ভ্যাট গোয়েন্দার উপপরিচালক তানভীর আহমেদ এর নেতৃত্বে গতকাল ১৪ ডিসেম্বর অভিযানটি পরিচালনা করা হয়।

অভিযানে গোয়েন্দারা ক্যাটারিং সার্ভিস থেকে বাণিজ্যিক দলিলাদি জব্দ করে।এসব দলিলাদি প্রাথমিক যাচাইয়ে, এই খাবার সরবরাহকারীর প্রতিষ্ঠানে ব্যাপক ভ্যাট ফাঁকির প্রমাণ মিলেছে। খান’স কিচেন পরিদর্শনকালে আরো দেখা যায়, প্রতিষ্ঠান কর্তৃপক্ষ ভ্যাট চালানের পরিবর্তে ডুপ্লিকেট ও অবৈধ চালান ব্যবহার করে আসছে।এসব চালানে ভ্যাট আইন অনুসারে মূসক ৬.৩ ব্যবহার করা হয়নি। তল্লাশির এক পর্যায়ে প্রতিষ্ঠানটির ক্লিপ ফাইলে দুই মাসের (জুলাই/১৯ ও ডিসেম্বর/১৯) এর প্রকৃত বিক্রয় তথ্য পাওয়া যায়।

এতে দেখা যায় যে, জুলাই/১৯ মাসে তাদের মোট ৯৩.০৩ লক্ষ টাকার বিক্রয় হয়। কিন্তু এ সময় প্রতিষ্ঠান গুলশান ভ্যাট সার্কেলে প্রদত্ত দাখিলপত্রে ১৯.৯৩ লক্ষ টাকা বিক্রয়মূল্য প্রদর্শন করেছে।অর্থাৎ উক্ত মাসের দাখিলপত্রে ৭৩.১০ লক্ষ টাকার বিক্রয়তথ্য গোপন করেছে, যার উপর পরিহারকৃত ভ্যাট ৯.১৪ লক্ষ টাকা।এই ভ্যাট যথাসময়ে পরিশোধ না করায় ভ্যাট আইন অনুযায়ী মাসিক ২% হারে সুদ ২.৯৩ লক্ষ টাকা প্রযোজ্য। অন্যদিকে ডিসেম্বর/১৯ মাসে মোট ৮৪.৮০ লক্ষ টাকার বিক্রয় তথ্য পাওয়া যায়।কিন্তু এ সময় প্রতিষ্ঠান দাখিলপত্রে ১৫.৮৯ লক্ষ টাকা বিক্রয়মূল্য প্রদর্শন করেছে।অর্থাৎ এই মাসের দাখিলপত্রে ৬৮.৯১ লক্ষ টাকার বিক্রয়তথ্য গোপন করেছে, যার উপর পরিহারকৃত ভ্যাট ৮.৬৮ লক্ষ টাকা।

এই ভ্যাট যথাসময়ে পরিশোধ না করায় ভ্যাট আইন অনুযায়ী মাসিক ২% হারে সুদ ১.৯১ লক্ষ টাকা প্রযোজ্য। উক্ত ২ মাসেই খান’স কিচেন ১.৪২ কোটি টাকার বিক্রয় তথ্য গোপন করে ১৭.৮২ লক্ষ টাকার ভ্যাট ফাঁকি দিয়েছে, যার উপর ২% হারে সুদ ৪.৮৪ লক্ষ টাকাসহ সর্বমোট ২২.৬৬ লক্ষ টাকার ভ্যাট ফাঁকি হয়েছে। ভ্যাট গোয়েন্দারা অন্যান্য মাসগুলোতেও অনুরূপ গরমিল দেখতে পেয়েছেন। ক্যাটারিং সার্ভিস কর্তৃপক্ষের নিকট হতে জব্দকৃত ভ্যাট সংক্রান্ত সকল দলিলাদি যাচাই-বাচাই এবং প্রতিষ্ঠানটি চালু হওয়ার পর থেকে মোট ভ্যাট ফাঁকির পরিমাণ নির্ণয় করা হচ্ছে। ভ্যাট আইন পরিপালন না করায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ভ্যাট আইন অনুযায়ী মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button