জাতীয়

দেশের সব ভাস্কর্যের নিরাপত্তা চেয়ে হাইকোর্টে রিট

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যসহ দেশের সকল ভাস্কর্যের নিরাপত্তা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

রবিবার (০৬ ডিসেম্বর) সকালে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করা হয়।

সুপ্রিম কোর্টের আইনজীবী উত্তম লাহিড়ীর পক্ষে আইনজীবী নাহিদ সুলতানা যুথি ও আইনজীবী এবিএম শাহজাহান আকন্দ মাসুম এ রিট করেন।

রিট আবেদনে, বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনকে কেন্দ্র করে যেকোনও ধরনের নৈরাজ্য ও আইনশৃঙ্খলার অবনতি রোধে ব্যবস্থা গ্রহনের নির্দেশনা চাওয়া হয়েছে। সেইসঙ্গে ভাস্কর্য নিয়ে জনমনে সৃষ্ট বিভ্রান্ত দূর করতে জনসচেতনতা বৃদ্ধির পদক্ষেপ নিতেও নির্দেশনা চাওয়া হয়েছে রিটে।

এদিন, সকালে বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মোহাম্মদ খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ থেকে রিট আবেদন দায়েরের অনুমতি নেন রিটকারী আইনজীবীরা।

আগামীকাল সোমবার (০৭ ডিসেম্বর) একই বেঞ্চে এই রিটের ওপর শুনানি হওয়ার কথা রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button