খেলা

মাশরাফিকে পেতে বরিশাল-খুলনার লড়াই

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে মাশরাফিকে নিতে আগ্রহী বরিশাল-খুলনা।

প্রথমে বলা হয়েছিল যারা প্লেয়ার্স ড্রাফটে অংশ নেবেন না, তারা আর পরে খেলতে পারবেন না। জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার ক্ষেত্রে সে ঘোষণা আর অটুট থাকেনি। মাশরাফি প্লেয়ার্স ড্রাফটে ছিলেন না, তারপরও বোর্ড থেকে জানানো হয়েছে তাকে নেয়া যাবে।

আজ গণমাধ্যমের সাথে আলাপে নাফিস ইকবাল বলেন, ‘মাশরাফি এমন একটা নাম, এমন একটা খেলোয়াড়, যাকে সবাই নিতে চাইবে। আমরাও আগ্রহ দেখিয়েছি।’

খুলনার ম্যানেজার উল্লেখ করেন, মাশরাফি খেলার অবস্থায় আছেন কি না, তার খেলার ব্যাপারে বোর্ডের ভাষ্য কি, এসব জেনেই তাকে দলে নেয়া না নেয়ার সিদ্ধান্ত হবে। তিনি বলেন, ‘এখানে ব্যাপার হলো যে ওর এভেইভিলিটি। বোর্ড থেকেও আলাদা ফিডব্যাক নিতে হবে যে, ও কি অবস্থায় আছে, ওর ফিটনেস কি অবস্থায় আছে, তাও জানতে হবে।’

এদিকে ফরচুন বরিশালের চেয়ারম্যান মিজানুর রহমানের দাবি, তারা সবার আগে মাশরাফির প্রতি আগ্রহ দেখিয়েছেন এবং ১ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে তা বোর্ডকে জানিয়েছেন।

Related Articles

Leave a Reply

Back to top button