আন্তর্জাতিকজাতীয়

বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী সৌদি

সৌদি সরকারী ও বেসরকারী বিনিয়োগকারীরা বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ করতে আগ্রহী বলে জানিয়েছেন, বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত এসা ইউসুফ এসা আলা দুলাইহান।

রোববার (২২ নভেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠকে এ কথা জানান, সৌদি রাষ্ট্রদূত।

তিনি বিশেষত আর্মকো, আকওয়া পাওয়ার, আলফানার গ্রুপ, ইঞ্জিনিয়ারিং ডাইমেনশন (ইডি), রেড সি গেটওয়ে টার্মিনাল (আরএসজিটি), দায়েলিম কেএসএ, আলজুমাইরাহ গ্রুপ ইত্যাদির স্বার্থের কথা উল্লেখ করেছিলেন। তিনি বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে সাম্প্রতিক অতীতে স্বাক্ষরিত চুক্তি / সমঝোতা বাস্তবায়নে সহায়তা করতে সহযোগিতা কামনা করেছিলেন।

বৈঠকে সৌদি আরবে আটকে পড়া বাংলাদেশিদের ফেরাতে ঢাকার দূতাবাসের সহয়তার জন্য সন্তোষ প্রকাশ করেন ড. মোমেন।

তিনি রাষ্ট্রদূতকে বিদ্যমান দ্বিপক্ষীয় সহযোগিতাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সকল সহযোগিতার আশ্বাস দেন।

পররাষ্ট্রমন্ত্রী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনে বা ২০২২ সালের মার্চ মাসে বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন সালমানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button