খেলা

পাকিস্তানের নতুন অধিনায়কের নাম ঘোষণা

শাহিন শাহ আফ্রিদিকে নতুন অধিনায়ক করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

ওয়ানডে বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের কারণে পাকিস্তান দলের তিন সংস্করণেই অধিনায়কত্ব থেকে বাবর আজমের দায়িত্ব ছাড়ার কয়েকঘণ্টা পরই নতুন না, ঘোষণা করে পিসিবি।

বুধবার (১৫ নভেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে দলটির নতুন অধিনায়কের নাম ঘোষণা করেছে পিসিবি। দেশটির টি-টোয়েন্টি দলের অধিনায়ক করা হয়েছে শাহিন শাহ আফ্রিদিকে। আর টেস্ট দলের দায়িত্ব পেয়েছেন শান মাসুদ। তবে ওয়ানডেতে কে দায়িত্বে থাকছেন তা এখনও জানায়নি।

আগামী মাসেই অস্ট্রেলিয়া সফর করবে পাকিস্তান দল। এই সফরে টেস্ট ও টি-টোয়েন্টি সিরজ থাকলেও নেই কোনও ওয়ানডে। ফলে আপাতত টেস্ট ও টি-টোয়েন্টির জন্য অধিনায়ক নির্বাচন করেছে পিসিবি। ওয়ানডের অধিনায়ক নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি তারা।

সাদা পোশাকের নেতৃত্বে মাসুদের ওপর আস্থা রেখেছে পিসিবি। লম্বা সময় ধরেই তিনি আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন। প্রায় এক দশকের সাদা পোশাকের ক্যারিয়ারে তিনি খেলেছেন ৩০ টেস্ট। যেখানে প্রায় ২৯ গড়ে করেছেন ১৫৯৭ রান।

অন্যদিকে টি-টোয়েন্টিতে আফ্রিদিতেই আস্থা পিসিবির। প্রায় ৫ বছরের ক্যারিয়ারে পাকিস্তানের জার্সিতে ৫২টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি। যেখানে প্রায় ২৩ গড়ে উইকেট শিকার করেছেন ৬৩টি। গত কয়েক বছর ধরেই পেস বিভাগের সবচেয়ে বড় অস্ত্র এই পেসার।

তিন ফরম্যাটে তিন অধিনায়কের থিওরিতে যাবে কিনা পিসিবি, সেটা এখনই নিশ্চিত নয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button