নেপালের বিপক্ষে হতে চলা আন্তর্জাতিক দুটি ম্যাচে গ্যালারিতে দর্শক নিয়ে মাঠে ফিরছে ফুটবল
করোনার কারণে স্থগিত ছিলো দেশের ক্রীড়াঙ্গনের বিভিন্ন ইভেন্ট। পুনরায় ধাপে ধাপে শুরু হচ্ছে বিভিন্ন খেলার আয়োজন। তারাই ধারাবাহিকতায় নেপালের বিপক্ষে হতে চলা আন্তর্জাতিক দুটি ম্যাচে গ্যালারিতে দর্শক নিয়ে ফুটবল ফিরছে।
রবিবার (২৫ অক্টোবর) আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকের পর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক আবু নায়েম সোহাগ বিষয়টি নিশ্চিত করেছেন।
আগামী ১৩ ও ১৭ নভেম্বর বসতে চলেছে নেপালের বিরুদ্ধে ম্যাচ দুটি। ডিসেম্বরে ফেডারেশন কাপ দিয়ে শুরু হবে ঘরোয়া ফুটবলের মৌসুম।
আবু নায়েম সোহাগ বলেন, ‘যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকে আমরা বাফুফের পক্ষ থেকে উপস্থাপন করেছি ফিফার তিনটি প্রটোকল। একটা দর্শকবীহিন, দর্শকসহ ও সীমিত দর্শক। যেহেতু বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের ধারণ ক্ষমতা ২৬ থেকে ২৭ হাজার সেহেতু আমরা চাচ্ছি সামাজিক দূরত্ব বজায় রেখে সর্বোচ্চ এক-তৃতীয়াংশ বাফুফের দর্শকের উপস্থিতি।’
ফেডারেশনের সাধারণ সম্পাদক জানান, স্টেডিয়ামের প্রতিটি গ্যালারিতে দুই হাজার দর্শক উপস্থিত হতে পারবেন জানিয়ে তিনি বলেন, ‘আমরা সর্বোচ্চ আট থেকে নয় হাজার টিকেট ছাড়বো। পূর্ব-পশ্চিম, উত্তর-দক্ষিণ গ্যালারির জন্য দুই হাজার করে টিকিট ছাড়া হবে।’ যোগ করেন তিনি।
পুরো স্টেডিয়ামে সামাজিক দূরত্ব নিশ্চিত করা হবে বলে জানান বাফুফের এই কর্মকর্তা।
খেলা দেখতে আসা দর্শকদের মাঠে প্রবেশের আগে তাপমাত্র পরিমাপ ও সামাজিক দূরত্ব মেনে চলার বিষয়টি সুনিশ্চিত করা হবে জানান তিনি।