৮ অক্টোবর অনুষ্ঠিত বর্ধিত সভা প্রত্যাখ্যান করেছেন, বেড়া পৌর আওয়ামী লীগের সভাপতি
বেড়া পৌর আওয়ামী লীগের সভাপতি, আব্দুল মান্নান মানু, ৮ অক্টোবর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত বর্ধিত সভা কে প্রত্যাখ্যান করেছেন।
৯ অক্টোবর গণমাধমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান তিনি।
সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি জানান, কেন্দ্রের সিদ্ধান্ত অনুযায়ী, জেলা আওয়ামী লীগ, বেড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পাবনা জেলা আওয়ামী লীগের সদস্য পদ থেকে আব্দুল বাতেনকে অব্যহতি দেয়া হয়েছে। অথচ আব্দুল বাতেনকে অব্যহতি পরও ৮ অক্টোবর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত বর্ধিত সভা তার নির্দেশেই অনুষ্ঠিত হয়। আর সে সভায় বিএনপি জামাত ও জাতীয় পার্টি থেকে আগতরা বক্তব্য রাখে।
তিনি আরো বলেন, এ সভার সাথে বেড়া পৌর আওয়ামী লীগের কোনো সম্পর্ক নেই। জানান, সে সভার মূল উদেশ্য বেড়া উপজেলার উপনির্বাচনে প্রার্থী ঘোষণা নয়। আব্দুল বাতেনকে দলে পুনর্বহালের চেষ্টা মাত্র। এটা কেন্দ্র ও জেলা আওয়ামী লীগকে সম্পূর্ণভাবে উপেক্ষার সামিল। ওই সভায় কার্যকরী কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন না। আব্দুল বাতেনকে প্রধান অথিতি করা অগণতান্ত্রিক, অগঠনতান্ত্রিক ও রাজনৈতিক শিষ্ঠাচার পরিপন্থী। এ সভাকে সম্পূর্ণভাবে প্রত্যাখান করছি।