খেলা

পর্দা নামলো শেখ হাসিনা আন্তর্জাতিক দাবার

বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে শেষ হলো, জয়তু শেখ হাসিনা আন্তর্জাতিক অনলাইন দাবা টুর্নামেন্টের চার দিনের জমজমাট আয়োজন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন আয়োজিত এ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন ইন্দোনেশিয়ার গ্র্যান্ডমাস্টার মেগারান্ত সুসান্ত। ভারতের গ্র্যান্ডমাস্টার এসএল নারায়াণন দ্বিতীয় ও ইরানের আমিন তাবতাবেই তৃতীয় হন।

রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে রোববার বেলা ১১টার দিকে আয়োজিত হয় বর্ণাঢ্য পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবন ও নেতৃত্বের ওপর প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেন, করোনা পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব ও নির্দেশনায় বাংলাদেশ বিশ্বে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী।

ক্রীড়াঙ্গনের প্রতি প্রধানমন্ত্রীর ভালোবাসা ও আন্তরিকতার কথা উল্লেখ করে জাহিদ আহসান রাসেল আওয়ামী লীগ সরকারের সময়ে ক্রীড়াক্ষেত্রে তৃণমূল পর্যায় পর্যন্ত ব্যাপক উন্নয়নের চিত্র তুলে ধরেন। দাবার জন্য শিগগিরই অবকাঠামোসহ একটি স্থায়ী জায়গা ঠিক করার আশ্বাস দেন তিনি।

তিনি বলেন, ‘মুজিববর্ষে আরও একটি দাবা টুর্নামেন্ট আয়োজন করা হবে। এই আয়োজনেও সহযোগিতা করবেন চৌধুরী নাফিজ সরাফাত।’

অনুষ্ঠানে বাংলাদেশ দাবা ফেডারেশনের সভাপতি আইজিপি বেনজীর আহমেদ বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন প্রতিটি বাঙালির জন্য এক মাহেন্দ্রক্ষণ। এই জন্মদিন উপলক্ষে ৭৪ দাবাড়ুকে নিয়ে আন্তর্জাতিক প্রতিযোগিতার আয়োজন সবার জন্যই অত্যন্ত আনন্দের। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে অভূতপূর্ব অর্থনৈতিক উন্নয়নের বর্ণনাও দেন আইজিপি।

সভাপতির বক্তব্যে কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশের চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফাত বলেন, “বৈশ্বিক চিন্তাবিদ এবং মানবতার জননী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে ‘জয়তু শেখ হাসিনা আন্তর্জাতিক অনলাইন দাবা ২০২০’ টুর্নামেন্টর পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত এবং সম্মানিত।”

সমাপনী অনুষ্ঠানে ঢাকা মহানগর পুলিশের কমিশনার শফিকুল ইসলাম, গোল্ডেন স্পোর্টিং ক্লাবের সভাপতি মোহাম্মদ আমির আলী রানা, বাংলাদেশ দাবা ফেডারেশনের যুগ্ম সম্পাদক মাসুদুর রহমান মল্লিকও বক্তব্য রাখেন।

অনুষ্ঠান শেষে চ্যাম্পিয়নসহ শীর্ষস্থানে থাকা দাবাড়ুদের পুরস্কৃত করা হয়। দেশের বাইরে থেকে অনলাইনে পুরস্কার নেন বিজয়ীরা। টুর্নামেন্টের মোট প্রাইজমানি ৬ হাজার ডলার। চ্যাম্পিয়ন ইন্দোনেশিয়ার গ্র্যান্ডমাস্টার মেগারান্ত সুসান্ত পান ১ হাজার ২০০ ডলার। রানার আপ হয়েছেন ভারতের গ্র্যান্ডমাস্টার এস এল নারায়াণান এবং তৃতীয় হয়েছেন ইরানের গ্র্যান্ডমাস্টার আমিন তাবতাবেই।

স্বাগতিক বাংলাদেশের কেউ নেই শীর্ষ দশে। সেরা স্কোর করেন ফিদে মাস্টার সুব্রত বিশ্বাস। তিন রাউন্ড থেকে তার অর্জন ৬ পয়েন্ট। সমান পয়েন্ট নিয়ে ১৪তম হন ফিদে মাস্টার মোহাম্মদ জাভেদ। অন্যদিকে ৫.৫ পয়েন্ট নিয়ে আবু সুফিয়ান শাকিল আছেন তার পরের স্থানে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে বাংলাদেশের সব প্রতিযোগীকে বিশেষ উপহার দেওয়া হয়।

সুইস লিগ পদ্ধতির এই দাবা টুর্নামেন্টে অংশ নেন ৪৯ স্বাগতিকসহ ৭৪ দাবাড়ু।

রাজধানীর বীর উত্তম রফিকুল ইসলাম অ্যাভেনিউয়ের কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ ক্যাম্পাসে বৃহস্পতিবার দুপুরে এই টুর্নামেন্টের উদ্বোধন হয়। আয়োজনের মিডিয়া পার্টনার ছিল নিউজবাংলা টোয়েন্টিফোর ডটকম।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button