জাতীয়

‘ও’, ‘এ’ লেভেল পরীক্ষা হচ্ছে অক্টোবর-নভেম্বরে

আগামী অক্টোবর ও নভেম্বর মাসে, চারটি শর্ত দিয়ে ব্রিটিশ কাউন্সিলের পরিচালনায় ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের ‘ও’ এবং ‘এ’ লেভেলের পরীক্ষা নেওয়ার অনুমতি দিয়েছে সরকার।

সম্প্রতি, ব্রিটিশ কাউন্সিলের আবেদনের প্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এই অনুমোদন দিয়ে কাউন্সিলের কান্ট্রি ডিরেক্টরকে চিঠি পাঠিয়েছে।

চিঠিতে বলা হয়, ব্রিটিশ কাউন্সিলের পরিচালনায় আগামী ১ অক্টোবর থেকে ২৩ নভেম্বর পর্যন্ত ‘ও’ এবং ‘এ’ লেভেলের পরীক্ষা গ্রহণে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মতি দেওয়া হল।

এক্ষেত্রে স্বাস্থ্য সেবা বিভাগের স্বাস্থ্যবিধি এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইনগুলো মেনে, সারা দেশে ৩৫টি ভেন্যুতে প্রতিদিন সর্বোচ্চ এক হাজার ৮০০ পরীক্ষার্থীর পরীক্ষা নেওয়া যাবে এবং প্রত্যেক শিক্ষার্থীকে কমপক্ষে ছয় ফুট দূরত্বে বসাতে হবে।

পরিস্থিতি বিবেচনায় যে কোনো সময় সরকার ‘জনস্বার্থে’ পরীক্ষা গ্রহণের এই অনুমতি বাতিল করতে পারবে বলে উল্লেখ করা হয়েছে চিঠিতে।

আরো বলা হয়, “পরীক্ষা চলাকালে কোনো পরীক্ষার্থী কোভিড-১৯ এ আক্রান্ত হলে ব্রিটিশ কাউন্সিলকে এর দায়-দায়িত্ব বহন করতে হবে।”

‘ও’ এবং ‘এ’ লেভেলের পরীক্ষা নিতে গত ৭ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ে আবেদন করেছিল ব্রিটিশ কাউন্সিল।

সেই অনুমতি মেলার পর রোববার ব্রিটিশ কাউন্সিলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অক্টোবর-নভেম্বর ২০২০ এর জিসিএসই, আইজিসিএসই, ‘ও’ লেভেল এবং আন্তর্জাতিক ‘এ’ লেভেল পরীক্ষা পূর্ব ঘোষিত সময়সূচিই নেওয়া হবে।

কোভিড-১৯ মহামারীর কারণে ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের মে-জুন মাসের পরীক্ষা বিশ্বব্যাপী বাতিল করা হয়েছিল।

বিবৃতিতে আরো বলা হয়, বাংলাদেশে প্রায় পাঁচ হাজার ২০০ শিক্ষার্থী আছে, যারা অক্টোবর-নভেম্বরের পরীক্ষার জন্য জুলাই-আগস্টে রেজিস্ট্রেশন করেছে। সময়মতো এই পরীক্ষা দেওয়া তাদের জন্য গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের স্বাস্থ্যসুরক্ষা ব্রিটিশ কাউন্সিলের সর্বোচ্চ অগ্রাধিকার এবং বাংলাদেশ সরকারের কোভিড-১৯ প্রটোকলের পাশাপাশি বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিরোধ ও নিয়ন্ত্রণ ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে পরীক্ষার কার্যক্রম পরিচালিত হবে বলেও বিবৃতিতে জানানো হয়।

এতে বলা হয়েছে, আসন্ন অক্টোবর-নভেম্বর সেশনের পরীক্ষায় যুক্তরাজ্যের পরীক্ষা বোর্ড পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মূল্যায়ন করবে। পরীক্ষা ছাড়া কোনো ধরনের মূল্যায়ন হবে না। তবে, আর্ট ও ডিজাইন পরীক্ষা এর বাইরে থাকবে।

ব্রিটিশ কাউন্সিল জানিয়েছে, পরীক্ষায় অংশগ্রহণের জন্য বাধ্যতামূলক ফেস মাস্ক পরিধান, পরীক্ষার্থীদের শারীরিক দূরত্ব, পরীক্ষাকেন্দ্র নিয়মিত পরিষ্কার, স্যানিটাইজেশনসহ ব্রিটিশ কাউন্সিলের সুরক্ষা প্রটোকলগুলো ঢাকা, চট্টগ্রাম, সিলেট, নারায়ণগঞ্জ ও খুলনার সব পরীক্ষা কেন্দ্রে মানা হবে ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button