জাতীয়

হাটহাজারীতে আল্লামা শফীর মরদেহ

হাটহাজারী মাদরাসায় এসে পৌঁছেছে, হেফাজতে ইসলামের আমির ও শতবর্ষী আলেম শাহ আহমদ শফীর মরদেহ । দীর্ঘ ৩৪ বছর ধরে যে প্রতিষ্ঠান প্রধানের দায়িত্বে ছিলেন, সে স্মৃতি বিজড়িত আপন আঙ্গিনাতেই দুপুরে তার জানাজা অনুষ্ঠিত হবে।

আল্লামা শফীর মরদেহবাহী গাড়িটি শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৯টায় মাদরাসা প্রাঙ্গণে এসে পৌঁছায়। এর আগে ভোর ৪টায় রাজধানীর ফরিদাবাদ মাদরাসা থেকে তার মরদেহ বহনকারী গাড়িটি চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেয়।

হাটহাজারী মাদরাসায় শুরা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, আল্লামা শাহ আহমদ শফীর মরদেহ জোহরের আগ পর্যন্ত হাটহাজারী মাদরাসার কনযুদ্দাকায়েক শ্রেণিকক্ষে সকলের দেখার জন্য রাখা হবে। জোহরের নামাজের পর মাদরাসা মাঠেই তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

জানাজা শেষে মাদরাসা ক্যাম্পাসের অভ্যন্তরে বায়তুল আতিক জামে মসজিদের সামনের কবরস্থানে মরদেহ দাফন করা হবে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় আল্লামা শাহ আহমদ শফী রাজধানীর আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শতবর্ষী আল্লামা আহমদ শফী দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত দুর্বলতার পাশাপাশি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও শ্বাসকষ্টে ভুগছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button