আন্তর্জাতিক

নির্বাসন প্রত্যাহারের দাবি কাশ্মীরি পণ্ডিতদের, মোদীকে বৈঠকের অনুরোধ

নির্বাসিত কাশ্মীরি পণ্ডিতরা নিজ ভূখণ্ডে প্রত্যাবর্তনের দাবি জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে জরুরি বৈঠকে বসার আহ্বান জানিয়েছেন।

গত শনিবার বলিদান দিবসের প্রাক্কালে কাশ্মীরি পণ্ডিতরা এক ওয়েবিনারে কাশ্মীরি শহীদদের স্মরণ করেন।

কয়েকজন শহীদ পরিবারের সদস্যরা তাদের প্রিয়জনদের স্মরণ করতে ওয়েবিনারে উপস্থিত ছিলেন, জানিয়েছে সংবাদ সংস্থা এএনআই।

ওয়েবিনারটিতে ভারতের জম্মু, দিল্লি, বেঙ্গালুরু ও পুনে এবং কানাডা ও ইংল্যান্ডে বসবাসকারী কাশ্মীরি পণ্ডিতরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের পরে প্রকাশিত এক বিবৃতিতে আয়োজকরা বলেন, সারা পৃথিবীতে ছড়িয়ে থাকা নির্বাসিত ৭ লক্ষাধিক কাশ্মীরি জনগোষ্ঠী তাদের নিজস্ব শর্তে স্বদেশে ফিরে আসতে আগ্রহী।

কাশ্মীরি পণ্ডিতরা ধর্মীয় সংখ্যালঘুদের জাতিগত নিধনযজ্ঞের ষড়যন্ত্রের তদন্ত করতে এনআইএ প্রধান, জম্মু ও কাশ্মীর পুলিশের ডিজি এবং আইবি’র পরিচালককে সহায়তা করার জন্য সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারকের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিশন গঠনেরও দাবি জানান।

সন্ত্রাসীদের হাতে নিরীহ কাশ্মীরিদের হত্যা এবং অপরাধীদের বিচারের আওতায় আনারও দাবি জানান কাশ্মীরি পণ্ডিতরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button