সাহিত্য ও বিনোদন

ঢাকার ইতিহাস নিয়ে ধারাবাহিক নাটক ‘জিন্দাবাহার’ আসছে বিটিভিতে

ঢাকার অষ্টাদশ শতাব্দীর ইতিহাস নিয়ে নির্মিত হয়েছে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) দীর্ঘ ধারাবাহিক নাটক ‘জিন্দাবাহার’। এটি রচনা করেছেন নাট্যকার-অভিনেতা ও নির্দেশক মামুনুর রশীদ।

ধারাবাহিকটি প্রযোজনা ও পরিচালনা করেছেন ফজলে আজিম জুয়েল।

ঢাকার ইতিহাস নিয়ে ধারাবাহিক নাটক ‘জিন্দাবাহার’ আসছে বিটিভিতে

তারকাবহুল ধারাবাহিকটিতে অভিনয় করেছেন মামুনুর রশীদ, লুৎফর রহমান জর্জ, আজাদ আবুল কালাম, আহমেদ রুবেল, অনন্ত হীরা, শতাব্দী ওয়াদুদ, সমু চৌধুরী, রোজী সিদ্দিকী, নাজনীন চুমকিসহ অনেকে। এর কস্টিউম ডিজাইনে কাজ করেছেন এনামতারা সাকী।

ঢাকার ইতিহাস নিয়ে ধারাবাহিক নাটক ‘জিন্দাবাহার’ আসছে বিটিভিতে

জানা গেছে গল্পটি নবাব সিরাজ-উদ-দৌলার  মৃত্যুর পরের ঘটনা নিয়ে নির্মিত।

‘জিন্দাবাহার’র গল্পে দেখা যাবে, ১৭৫৮ সালে মেঘনার নদী থেকে একটি বজরা নৌকা সশস্ত্র প্রহরীসহ চাঁদপুর ঘাটে পৌঁছায়, তাদের গন্তব্য ঢাকার জিনজিরা প্রাসাদ। নৌকার আরোহীরা হচ্ছেন নবাব সিরাজ-উদ-দৌলার স্ত্রী লুৎফা, কন্যা উম্মে জোহরা, খালা ঘসেটি বেগম, মাতা আমেনা বেগম। স্বল্প বিরতির পর পাল তোলা বজরায় আবার ঢাকা অভিমুখে যাত্রা। এখান থেকেই শুরু অষ্টাদশ শতাব্দীর সময়কালীন ঢাকার আখ্যান ‘জিন্দাবাহার’।

ঢাকার ইতিহাস নিয়ে ধারাবাহিক নাটক ‘জিন্দাবাহার’ আসছে বিটিভিতে

ইস্ট ইন্ডিয়া কোম্পানি মুর্শিদাবাদ জয় করার পর ঢাকার ইংরেজ কুঠি আবার সরব হতে থাকে। বিখ্যাত মসলিন প্রস্তুতকারীদের ঢাকায় তখন উজ্জ্বল সময় চলছিল। তখনকার গল্পই উঠে আসবে নাটকটিতে।

ঢাকার ইতিহাস নিয়ে ধারাবাহিক নাটক ‘জিন্দাবাহার’ আসছে বিটিভিতে

আড়াইশ’ বছর আগে ঢাকা কেমন ছিল, এ ধারাবাহিকটির মাধ্যমে দর্শকরা তা দেখতে পারবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button