খেলা

দলে ফিরলেও নেতৃত্ব ফিরে পাচ্ছেন না সাকিব

আগামী মাসের শেষে আইসিসির দেয়া নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে সাকিব আল হাসানের।

ইতিমধ্যেই শনিবার থেকে বিকেএসপিতে  ব্যক্তিগত অনুশীলন শুরু করেছেন এই অলরাউন্ডার ক্রিকেটার। শ্রীলঙ্কা সফরের দ্বিতীয় টেস্ট থেকে  তিনি আবারো খেলা শুরু করবেন। কিন্তু প্রশ্ন হচ্ছে নেতৃত্ব ফিরে পাওয়া নিয়ে।

নিষিদ্ধ হওয়ার আগে টেস্ট এবং টি-টোয়েন্টি দলের অধিনায়ক ছিলেন সাকিব। সাকিব নিষিদ্ধ হওয়ার পর টি-টোয়েন্টি দলের দায়িত্ব পেয়েছেন মাহমুদউল্লাহ। এখন কি সাকিবকে অধিনায়কের দায়িত্ব দেওয়া হবে ?

উত্তরে গণমাধ্যমকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান আকরাম খান বলেছেন, ‘দলে ফিরলেও সাকিব কোনো ফরম্যাটেই আপাতত নেতৃত্ব ফিরে পাচ্ছেন না। এখনই ক্যাপ্টেন্সি বদলানোর কোনও ভাবনা নেই। সৌরভ (মুমিনুলের ডাক নাম) আছে, সেই থাকবে। নেতৃত্বে পরিবর্তনের কোনো সিদ্ধান্ত এখনও হয়নি।’

উল্লেখ্য, ভারতীয় এক বুকির ফিক্সিংয়ের প্রস্তাব আইসিসিকে না জানানোয় ২ বছর নিষিদ্ধ হয়েছিলেন সাকিব আল হাসান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button