জাতীয়

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে নাইজেরিয়ার স্মারক ডাকটিকেট অবমুক্তকরণ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে আগামীকাল বৃহ:স্পতিবার নাইজেরিয়ার পোস্টাল সার্ভিস একটি স্মারক ডাকটিকেট অবমুক্ত করতে যাচ্ছে।

নাইজেরিয়ার রাজধানী আবুজায় অবস্থিত বাংলাদেশের হাইকমিশনের উদ্যোগে আয়োজিত স্মারক ডাকটিকেট অবমুক্তকরণ অনুষ্ঠান ভার্চুয়াল প্লাটফর্মে আগামীকাল বাংলাদেশ সময় বিকাল ৫ টায় এবং নাইজেরিয়ার সময় দুপুর ১২ টায় অনুষ্ঠিত  হবে।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন এবং নাইজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী জিওফ্রে অনিইয়েমা (Geoffrey Onyeama) যৌথভাবে এ স্মারক ডাকটিকেট অবমুক্ত করবেন। এসময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো: শাহরিয়ার আলম, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সংযুক্ত থাকবেন। এছাড়া নাইজেরিয়ায় বাংলাদেশের হাইকমিশনার মো: শামীম আহসান, নাইজেরিয়া পোস্টাল সার্ভিসের মহাপরিচালক Dr. Ismail Adebayo Adewusi সহ উভয় দেশের উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাগণ এবং নাইজেরিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা সংযুক্ত থাকবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button