জাতীয়

কারাগার থেকে কয়েদি পালনোর ঘটনায় তদন্ত কমিটিতে আরো দুই সদস্য

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার  থেকে কয়েদি পালিয়ে যাওয়ার ঘটনায় তদন্ত কমিটিতে আরো দুই সদস্য বাড়ানো হয়েছে। এর আগে এ ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছিলো।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল আবরার হোসেন  গণমাধ্যমকে  এ খবর জানান।

তিনি জানান, আসামি পালিয়ে যাওয়ার ঘটনার পর তিন সদস্যের তদন্ত কমিটি তদন্তের প্রাথমিক কাজ শেষ করেছে। তবে  চূড়ান্ত হয়নি। তদন্তের স্বার্থেই গাজীপুর জেলা প্রশাসন ও মন্ত্রণালয় থেকে একজন করে দুই সদস্য এই তদন্ত কমিটিতে বাড়ানো হয়েছে। তবে তাদেরকে নির্দিষ্ট কোন সময় বেঁধে দেওয়া হয়নি।

এর আগে, গত ৬ আগস্ট গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদি আবু বকর সিদ্দিক (৩৫) পালিয়ে যান। ।পালিয়ে যাওয়া কয়েদি আবু বক্কর সিদ্দিকের বিরুদ্ধে গত ৭ আগস্ট কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেলার মোহাম্মদ বাহারুল ইসলাম বাদী হয়ে কোনাবাড়ী থানায় মামলা দায়ের করেন।

এছাড়াও কয়েদি পালিয়ে যাওয়ার ঘটনায় কারাগারের দায়িত্ব পালনের অবহেলায় ১২ জন কারারক্ষীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।  সেই সঙ্গে ৭ জনকে সাময়িক বরখাস্ত এবং ৫ জনের বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button