জাতীয়সাহিত্য ও বিনোদন

সহধর্মিণীসহ পরিচালক সোহানুর রহমান সোহান করোনায় আক্রান্ত

  1. নিউজ নাউ বাংলা ডেস্কঃজনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা সোহানুর রহমান সোহান সস্ত্রীক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তাঁরা নিজের বাসায় আইসোলেশনে রয়েছেন। সবার কাছে দোয়া চেয়েছেন সোহান।

বেশ কিছু দিন ধরে শারীরিকভাবে দুর্বল ছিলেন সোহানুর রহমান সোহান। কোনো গন্ধ পেতেন না, খাবারে স্বাদ পেতেন না। দুদিন আগে শরীরে কিছুটা জ্বর অনুভব করায় করোনা পরীক্ষা করানো হয়। গতকাল শুক্রবার (৭ আগস্ট) রাতে এ দম্পতির করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে। এনটিভি অনলাইনকে এমনটিই জানিয়েছেন এ নির্মাতা।

তবে এখন অনেকটা ভালো বোধ করছেন জানিয়ে সোহান বলেন, ‘ডাক্তারের পরামর্শ নিয়ে বাসায় আইসোলেশনে রয়েছি। এখন অনেকটা সুস্থ বোধ করছি। আমার স্নায়ুদৌর্বল্য রয়েছে। ডাক্তার সে হিসেবে ওষুধ দিয়েছে, কিছু নিয়ম মেনে চলতে হচ্ছে। আশা করছি, খুব দ্রুত সুস্থ হয়ে কাজে ফিরতে পারব।’

সোহানুর রহমান সোহানের পাশাপাশি করোনায় আক্রান্ত হয়েছেন তাঁর স্ত্রী। তবে তাঁর করোনার উপসর্গ নেই। সোহান বলেন, ‘আমার পজিটিভ আসার পর থেকে তাঁর মাঝেও কিছুটা দুর্বলতা দেখা যায়। একই সময় তাঁরও পরীক্ষা করানো হয় এবং পজিটিভ আসে। তবে ডাক্তার তাঁকে প্যারাসিটামল ছাড়া অন্য কোনো ওষুধ খাওয়ার দরকার নেই বলে জানিয়েছেন। আমরা দুজনই এখন ভালো আছি। কোনো দুশ্চিন্তার কারণ নেই। আশা করছি, দুজনই খুব তাড়াতাড়ি পরিপূর্ণ সুস্থ হয়ে যাব। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

সালমান শাহ, মৌসুমী, শাকিব খানের মতো অনেক শিল্পী এই গুণী নির্মাতার হাতে গড়া। নির্মাণ করেছেন ‘কেয়ামত থেকে কেয়ামত’, ‘অনন্ত ভালোবাসা’র মতো দর্শকপ্রিয় চলচ্চিত্র।

সোহানুর রহমান সোহান বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিতে টানা দুবার মহাসচিব এবং দুবার সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন। বর্তমান কমিটিতে কার্যকরী সদস্য হিসেবে দায়িত্বরত। শিবলি সাদিকের সহকারী হিসেবে চলচ্চিত্রজীবন শুরু করেন সোহান

Related Articles

Leave a Reply

Back to top button