আন্তর্জাতিকজাতীয়

ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির দ্রুত আরোগ্য কামনা করলেন পররাষ্ট্রমন্ত্রী

গুরুতর অসুস্থ ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির দ্রুত আরোগ্য কামনা করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে . আব্দুল মোমেন।

মঙ্গলবার (১১ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়।

প্রণব মুখার্জির অফিসে পাঠানো এক বার্তায় পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, প্রণব মুখার্জি বাংলাদেশের অকৃত্রিম বন্ধু। তিনি ১৯৭৩-১৯৭৪ সালে ভারতের বাণিজ্য প্রতিমন্ত্রী থাকাকালে তার সঙ্গে আমার সাক্ষাতের সুযোগ হয়েছিল। আমি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর আমার প্রথম সফর ছিল ভারতে। তখন আমি স্ত্রীসহ তার সরকারি বাসভবনে গিয়ে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে আসার অনুরোধ করেছিলাম। আমি প্রত্যাশা করি তিনি দ্রুত সুস্থ হয়ে বাংলাদেশ ভ্রমণে আসবেন।

উল্লেখ্য, গতকাল সোমবার প্রণব মুখার্জির মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। দিল্লির আর্মি’স রিসার্চ অ্যান্ড রেফারেল হাসপাতালে সফলভাবে এই অস্ত্রোপচার সম্পন্ন হয়। বর্তমানে ভেন্টিলেশন সাপোর্টে রয়েছেন তিনি।

মূলত আঘাতের কারণে তার মস্তিষ্কে রক্ত জমাট বেঁধেছিল বলে চিকিৎসকরা জানিয়েছে। অস্ত্রোপচারে তা অপসারণ করা হয়।

এর আগে করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছিলেন প্রণব মুখার্জি। এক টুইট বার্তায় এ তথ্য জানিয়েছিলেন তিনি নিজেই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button