জাতীয়

এডিস মশা নিধনে আজ থেকে আবারো অভিযান ডিএনসিসির

ডেঙ্গু ও চিকুনগুনিয়ার বাহক এডিস মশা নিয়ন্ত্রণে আজ শনিবার থেকে আবারো বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

ডিএনসিসি ১০ দিন এই বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চালাবে। তবে, ১১, ১৪ ও ১৫ আগস্ট অভিযান বন্ধ থাকবে এবং শেষ হবে ২০ আগস্ট।

প্রতিটি ওয়ার্ডকে ১০টি সেক্টরে এবং প্রতিটি সেক্টরকে ১০টি সাব-সেক্টরে ভাগ করে এই অভিযান পরিচালনা করা হবে। প্রতিদিন একটি সেক্টরে অর্থাৎ ১০টি সাব-সেক্টরে অভিযান চালাবে ডিএনসিসি।

অন্যান্য অভিযানের মতো যেসব বাড়িতে এডিস মশার লার্ভা বা প্রজননের উৎস খুঁজে পাবে সেখানের ছবি ও মোবাইল নম্বর সংগ্রহ করা হবে।

সকল কাউন্সিলর, নগরবাসী ও মিডিয়া কর্মীদের এই অভিযান সফল করার আহ্বান জানান ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button