আন্তর্জাতিক

মারা গেছেন কম্পিউটার মাউসের সহ-উদ্ভাবক ইংলিশ

কম্পিউটার মাউসের সহ-উদ্ভাবক উইলিয়াম ইংলিশ আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর।

ইংলিশের মৃত্যুর বিষয়টি যুক্তরাষ্ট্রের গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তার স্ত্রী।

১৯২৯ সালে যুক্তরাষ্ট্রের ক্যান্টাকিতে জন্মগ্রহণ করেন তিনি। প্রকোশলী এবং উদ্ভাবক ইংলিশ ইউএস নেভিতে যোগ দেওয়ার আগে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ওপর।

সহযোগী ডগ এঙ্গেলবার্টের সঙ্গে একটি ধারনাকে সামনে রেখে ১৯৬৩ সালে তিনি প্রথম মাউসটি নির্মাণ করেন। কম্পিউটারের প্রাথমিক দিককার সময় থেকে এই জুটি এক সঙ্গে কাজ শুরু করেন।

দুই দশক পরে যখন ঘরোয়া ও ব্যক্তিগত কারণে কম্পিউটার ব্যবহার শুরু হয় তখন তাদের আবিষ্কার মাউসও অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button