জাতীয়

ডিএসসিসি’র ৪২ ওয়ার্ডে কোরবানির বর্জ্য অপসারণ

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৭৫টি ওয়ার্ডের মধ্যে ৪২টি ওয়ার্ডে কোরবানির সব বর্জ্য অপসারণ করা হয়েছে।

শনিবার (১ আগস্ট) দিনগত রাত ১২টায় এ তথ্য জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের জনসংযোগ বিভাগের কর্মকর্তা মো. আবু নাছের।

তিনি জানান, রাত ১২টা পর‌্যন্ত ডিএসসিসির ৪২টি ওয়ার্ড থেকে কোরবানির সব ধরনের বর্জ্য অপসারণ করা হয়েছে। এর মধ্যে ১, ৭, ৯, ১০, ১৩, ১৪, ১৬, ১৭, ১৮, ১৯, ২০, ২১, ২৬, ২৭, ৩০, ৩২, ৩৪, ৩৫, ৩৬,৩৭, ৩৮, ৪০, ৪১, ৪২, ৪৩, ৪৪, ৪৬, ৪৭, ৪৮, ৪৯, ৫২, ৫৩, ৫৫, ৫৭, ৫৮, ৫৯, ৬০, ৬১ ৬৫, ৭০, ৭৪ ও ৭৫ নম্বর ওয়ার্ড রয়েছে। গড়ে অন্যান্য ওয়ার্ডেরও ৮০ শতাংশের বেশি বর্জ্য অপসারণ করা সম্ভব হয়েছে।

এ বিষয়ে ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. বদরুল আমিন বলেন, রোববার সকাল ১১টার মধ্যে সব ওয়ার্ডের কোরবানির পশুর বর্জ্য অপসারণ করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button