অর্থ বাণিজ্য

আজ ঢাকায় আসছে আইএমএফ প্রতিনিধিদল

বাংলাদেশকে ঋণ দেওয়ার বিষয়ে আলোচনার জন্য বুধবার (২৬ অক্টোবর) ঢাকায় আসছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) একটি প্রতিনিধিদল।

আগামী ৯ নভেম্বর পর্যন্ত ১৪ দিনের সফরে আইএমএফের এক্সটেন্ডেড ক্রেডিট ফ্যাসিলিটি/এক্সটেন্ডেড ফান্ড ফ্যাসিলিটির আওতায় ঋণ চুক্তিতে পৌঁছানো নিয়ে আলোচনা হবে। পাশাপাশি আইএমএফের নতুন উদ্যোগ রেজিলিয়েন্স অ্যান্ড সাসটেইনেবিলিটি ফ্যাসিলিটির (আরএসএফ) আওতায় বাংলাদেশ ঋণসহায়তা পাবে কি না, সে বিষয়েও আলোচনা হবে।

সম্প্রতি আইএমএফের বিবৃতিতে বলা হয়েছে— সংস্থার প্রতিনিধিদলের সফরের উদ্দেশ্য হলো কর্মকর্তা পর্যায়ের আলোচনাকে এগিয়ে নেওয়া। সম্প্রসারিত তহবিল সুবিধা কর্মসূচির ঋণ এবং সহনশীল ও টেকসই ট্রাস্ট ফান্ড (আরএসএফ) কর্মসূচিতে সম্ভাব্য প্রবেশাধিকার নিয়ে আলোচনা। এ আলোচনা আগামী মাসগুলোতে অব্যাহত থাকতে পারে।

গত ২৪ জুলাই ঋণ চেয়ে আইএমএফকে চিঠি দেয় বাংলাদেশ। এরপর জানা যায়— ঋণ পেতে হলে বাংলাদেশকে বিভিন্ন শর্ত মানতে হবে। মূলত এসব শর্ত ঠিক করতেই ঢাকায় আসছে আইএমএফ প্রতিনিধিদল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button