রাজনীতি

স্বেচ্ছাসেবক লীগের কোনো দুর্নাম যেন না হয় সেদিকে সর্তক থাকার আহ্বান জানিয়েছেন বাহাউদ্দীন নাছিম

স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের নামে যাতে কোনো দুর্নাম না হয় সেদিকে সর্তক থাকতে বলেছেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম।

সোমবার (২৭ জুলাই) বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সহযোগিতা সংগঠন স্বেচ্ছাসেবক লীগের গৌরবোজ্জ্বল সংগ্রাম ও সাফল্যে ২৬ বছর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা প্রধান অনুষ্ঠানে তিনি এসব এসব কথা বলেন।

বাহাউদ্দীন নাছিম বলেন, ‘স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের মনে রাখতে হবে, স্বেচ্ছাসেবক লীগে যারা আছে, যারা থাকবে, তারা নীতি আদর্শের প্রতি থাকবে অবিচল, অটুট। তারা সুশৃঙ্খল থাকবে। তাদের যাতে কোনো দুর্নাম না হয়। অন্য যেকোনো সংগঠনের চাইতে স্বেচ্ছাসেবক লীগ আলাদা মর্যাদার জায়গা তৈরি করেছে। স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা কোনো ধরনের অপকর্মের সঙ্গে সম্পৃক্ত হয় নাই।’

তিনি বলেন, ‘আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আদর্শের সংগঠন। যে সংগঠন জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, “সোনার বাংলা গড়ার জন্য দরকার সোনার মানুষ”। আপনারা সেই সোনার মানুষ হবেন।  বঙ্গবন্ধু স্বপ্ন বাস্তবায়নের পথেই আপনারা শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাবেন। তিনি সবাইকে অনুপ্রাণিত করেছেন, জাগ্রত করেছেন। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আবার ঘুরে দাঁড়িয়েছে; গভীর অন্ধকার থেকে।’

নাছিম বলেন, ‘বঙ্গবন্ধুর জন্মশতবর্ষে  স্বেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠাবার্ষিকী। এবার একটু ভিন্ন রকম ভাবে পালন করার কথা ছিল কিন্তু বৈশ্বিক মারামারি করোনার কারণে আপনারা পারেন নি। একদিন এই অন্ধকার কেটে যাবে। আমরা শেখ হাসিনার নেতৃত্বে আমরা আবার ঘুরে দাঁড়াবো। আবার আমরা আলোকিত হবো।  আমরা আবার রাজপথে মাঠে-ময়দানে এবং উন্নয়নের অগ্রগতি ও সমৃদ্ধির লক্ষ্য নিয়ে এগিয়ে যাব।’

স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ সভাপতিত্বে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিল্পব বড়ুয়া,  উপ-দফতর  সায়েম খান, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, সাবেক সাংগঠনিক সম্পাদক খায়রুল ইসলাম জুয়েল, ঢাকা মহানগর উত্তরের সভাপতি ইসহাক মিয়া,সাধারণ  সম্পাদক আনিসুর রহমান নাঈম দক্ষিণের সভাপতি কামরুল হাসান রিপন, সাধারণ সম্পাদক তারিক সাঈদসহ আরো অনেকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button