করোনারাজনীতি

মানুষ রাস্তায় মরছে, অ্যাম্বুলেন্সে মরছে’ সরকার নির্বিকার: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘দেশের স্বাস্থ্য ব্যবস্থার কঙ্কাল বেরিয়ে পড়েছে। করোনা আক্রান্ত মানুষ রাস্তায় মরছে, অ্যাম্বুলেন্সে মরছে। অথচ এই সরকার সব দেখেও নির্বিকার, নিরুদ্বিগ্ন।’

মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে রাজধানীর নয়াপল্টন এলাকায় স্কাউট মার্কেটে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনটির আয়োজনে মহামারি করোনা ভাইরাসে সদ্য প্রয়াত বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল আউয়াল খানের অকাল মৃত্যুতে মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘দুই-একজন সাহেদ-সাবরিনাকে ধরে সরকার দুর্নীতির বিশাল স্বগ্নরাজ্যকে জনদৃষ্টি থেকে আড়াল করতে চাইছে। কত যে সাহেদ কত যে সাবরিনা এই সমাজের রন্ধ্রে রন্ধ্রে জালিম সরকারের দৌরাত্ম্যে সেটাও অজানাই রয়ে গেছে।’

সরকারের সমালোচনা করে রিজভী বলেন, ‘দেশবাসী তাদের ভয়ংকর দুঃশাসনে অতিষ্ঠ হয়ে গেছে। আজকে দুদিনের বৃষ্টিতে ঢাকা শহর পানিতে তলিয়ে যায়। হাঁটু পানি কোমর পানি ভেঙে নগরবাসীকে চলাচল করতে হচ্ছে। এই সরকার তাহলে কোথায় উন্নয়ন করছে?

করোনার নমুনা সংগ্রহ ও পরীক্ষা প্রসঙ্গে তিনি বলেন, ‘আজকে সংবাদপত্রের পাতায় বেরিয়েছে গত দুদিন ধরে করোনা পরীক্ষায় মানুষের সংখ্যা কমে গেছে। কারণ মানুষ হাসপাতালে যাচ্ছে না। যে অসুস্থ না তাকে যদি পজিটিভ সার্টিফিকেট দেয়া হয় তাহলে তো তার সবই শেষ। আর যে অসুস্থ, করোনায় আক্রান্ত তাকে দেয়া হচ্ছে নেগেটিভ সার্টিফিকেট। এই আতঙ্ক নিয়ে কেন মানুষ হাসপাতালে যাবে? কেন পরীক্ষা করাবে? এ কারণেই করোনা পরীক্ষার সংখ্যা দিনকে দিন কমে যাচ্ছে।’

দেশের স্বাস্থ্য ব্যবস্থার প্রসঙ্গ টেনে রিজভী বলেন, ‘আজকে হাসপাতালে আইসিইউ নেই, বেড নেই, ভেন্টিলেটর নেই, মাস্ক নেই। অথচ নকল মাস্ক সরবরাহ করা হচ্ছে। এর সাথে কে জড়িত? মন্ত্রীর ছেলে। ভেন্টিলেটর এই মুহূর্তে জীবন বাঁচানোর একটি অন্যতম সরঞ্জাম। সেটি আমদানি করতে একে তো আওয়ামী সিন্ডিকেট তার ওপরে মন্ত্রীর আত্মীয়-স্বজনেরা ব্যতিব্যস্ত। তাহলে কি করে মানুষ বাঁচবে? মানুষ বাঁচানোর কোনও জায়গা তারা (সরকার) রাখবে না। আক্রান্ত রোগী রাস্তায় মরছে, অ্যাম্বুলেন্সের মধ্যে মরছে। অবহেলা আর বিনা চিকিৎসায় মারা যাচ্ছে সাধারণ মানুষ।’

তিনি বলেন, ‘আজকে বর্তমান সরকারের আমলে বিরোধীদলের কোনও ছেলে মেয়ে চাকরি পাচ্ছে না। তাদেরকে বঞ্চিত করা হচ্ছে। বিএনপি বা বিরোধী দলের পরিবারের কেউ সরকারি চাকরিতে গেলে সেই প্রার্থীর বংশে বা আত্মীয়স্বজনের মধ্যে যদি কেউ বিএনপি সমর্থক থাকে তাহলে তার কোনও চাকরি নেই। আর আওয়ামী লীগ হলেই সাত খুন মাফ। এই হচ্ছে আজকের বর্তমান পরিস্থিতি।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button