সাহিত্য ও বিনোদন

চলে গেলেন বলিউড অভিনেত্রী সুরেখা

হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন বলিউড অভিনেত্রী সুরেখা সিক্রি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।

শুক্রবার (১৬ জুলাই) ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনবার জাতীয় পুরস্কারজয়ী এ অভিনেত্রী। বেশ কিছুদিন ধরেই অসুস্থ সুরেখার গেল বছর ব্রেন স্ট্রোক হয়েছিল।

সুরেখার ম্যানেজার বিবেক সিদ্ধওয়ানি জানিয়েছেন, হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। ব্রেন স্ট্রোক হওয়ার পর থেকে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। শুক্রবার সকালে পরিবারের উপস্থিতিতেই এ অভিনেত্রী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

১৯৭৮ সালে ‘কিসসা কুর্সি কা’ দিয়ে বলিউডে যাত্রা শুরু হয় সুরেখার। সহ-অভিনেত্রী হিসেবে তিনবার জাতীয় পুরস্কার পেয়েছিলেন তমস (১৯৮৮), মাম্মো (১৯৯৫) ও বাধাই হো (২০১৮) ছবির জন্য। জোয়া আখতারের ‘গোস্ট স্টোরিজ’-এ শেষবার তাকে পর্দায় দেখা যায়। তিনি ‘জুবায়েদা’,‘মিস্টার অ্যান্ড মিসেস আইয়ার’ ও ‘রেইনকোট’-র মতো ছবিগুলোতে কাজ করেছেন।

দিল্লিতে জন্ম হলেও সুরেখার শৈশব কাটে আলমোরা ও নৈনিতালে। তার বাবা ছিলেন ভারতীয় বিমান বাহিনীর একজন কর্মকর্তা। ১৯৬৮ সালে ন্যাশনাল স্কুল অব ড্রামা থেকে নাট্যতত্ত্বে স্নাতক ডিগ্রি অর্জন করেন এ অভিনেত্রী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button