জাতীয়

মুজিববর্ষের ১ কোটি ‘স্মারক বৃক্ষ’ রোপণ কর্মসূচি শুরু আজ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষে’ সারাদেশে এক কোটি গাছের চারা রোপণ করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বৃহস্পতিবার সকালে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচি উদ্বোধন করবেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, প্রধানমন্ত্রী সকাল সাড়ে ১০টায় গণভবন থেকে এই কর্মসূচির উদ্বোধন করবেন। একই অনুষ্ঠানের মাধ্যমে তিনি জাতীয় বৃক্ষরোপণ অভিযান-২০২০-এর উদ্বোধন করবেন।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন জানান, ‘মুজিববর্ষে’ সারাদেশে এক কোটি গাছ রোপণ করা হবে। এ উপলক্ষে সকালে গণভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হবে। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তেঁতুল, ছাতিয়ান ও চালতা প্রজাতির বৃক্ষের চারা রোপণ করে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন।

বনমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর উদ্বোধনের পরপরই প্রতিটি জেলা ও উপজেলায় স্বাস্থ্য নির্দেশিকা মেনে ন্যূনতম একটি করে বনজ, ফলদ ও ঔষধি বৃক্ষের চারা রোপণ করা হবে। মুজিববর্ষে রোপিত প্রত্যেকটি গাছই ‘স্মারক বৃক্ষ’ হিসেবে বিবেচনা করা হবে।

এছাড়া বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে প্রতিটি সংসদীয় আসনে পাঁচ হাজার করে মোট ১৫ লাখ বনজ, ফলদ ও ঔষধি চারা বিভিন্ন শিক্ষা, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান-সংস্থায় রোপণ করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button