জাতীয়

সুন্দরভাবে ভোটগ্রহণ শেষ হয়েছে: ইসি সচিব

বগুড়া-১ ও যশোর-৬ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ সুন্দরভাবে শেষ হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. আলমগীর।

মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যায় দুই আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শেষ সাংবাদিকদের তিনি এ কথা জানান।

ইসি সচিব বলেন, যশোরে ভোটার উপস্থিতি বেশি ছিল। বগুড়ায় কিছুটা কম। সবাই স্বাস্থ্যবিধি মেনেই ভোট দিয়েছেন। কোনো অসুবিধা হয়নি, কোনো সহিংস ঘটনাও ঘটেনি।

এ দিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ওই দুই সংদীয় আসন নির্বাচনে টানা ভোটগ্রহণ চলে। নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি এই নির্বাচনে অংশ নেয়। দেশে করোনা ভাইরাস ও বন্যা পরিস্থিতি বিবেচনায় নির্বাচন পেছানোর দাবি জানিয়েছিল দলটি। কিন্তু নির্বাচন কমিশন তা নাকোচ করে দেয়ায় ভোট বর্জন করে বিএনপি।

বগুড়ার সারিয়াকান্দি পৌরসভার ধাপ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে অস্বাভাবিক ভোট পড়ছে বলে অভিযোগ উঠেছে। এই কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ৯৪১ জন।

ভোট কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা ওয়ারেছ হোসেন দাবি করেন, সকালে ভোটারদের লাইন ছিল। সবকিছু স্বাভাবিক চলছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপনির্বাচনের ভোটে আগ্রহ নেই কারও। নৌকা ও কলাগাছের ভেলায় চড়ে দু-একজন ভোটকেন্দ্রে এলেও সাড়া নেই তেমন কারো মাঝে। কুড়িপাড়া ভোটকেন্দ্রে দুপুর পৌনে ১২টা পর্যন্ত ভোট পড়ে ১৪০টি। ওই কেন্দ্রে ভোটার সংখ্যা ২ হাজার ৭৯ জন। যমুনার পাশের এই নির্বাচনী এলাকায় বন্যার পানি বৃদ্ধি পাওয়ায় ভোটকেন্দ্র স্থানান্তর করা হয়েছে।

বগুড়া-১ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও সাবেক সাংসদ আবদুল মান্নানের স্ত্রী সাহাদারা মান্নান (নৌকা), জাতীয় পার্টির প্রার্থী মোকছেদুল আলম (লাঙল), বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থী নজরুল ইসলাম (বটগাছ), বাংলাদেশ প্রগতিশীল গণতান্ত্রিক দলের (পিডিপি) মো. রনি (বাঘ) ও স্বতন্ত্র প্রার্থী ইয়াসির রহমতুলল্লাহ (ট্রাক) প্রতিদ্বন্দ্বিতা করেন।

আর যশোর-৬ (কেশবপুর উপজেলা) আসনে  নৌকা প্রতীকের প্রার্থী হয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার। আর লাঙল প্রতীকের প্রার্থী হয়েছেন জাতীয় পার্টির প্রার্থী হাবিবুর রহমান হাবিব।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button